দামে, বৈশিষ্টে Ola বা TVS-এর ইলেকট্রিক স্কুটারকে টেক্কা দিতে বাজারে হাজির হায়দরাবাদ-ভিত্তিক স্টার্টআপ Pure EV-এর EPluto 7G ইলেকট্রিক স্কুটার। চলুন জেনে নেওয়া যাক এই ই-স্কুটারের বেশ কয়েকটি নজরকাড়া ফিচার...
সংস্থার দাবি যে, EPluto 7G ইলেকট্রিক স্কুটারটি সম্পূর্ণ চার্জ দেওয়ার পর টানা ৯০ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। EPluto 7G ইলেকট্রিক স্কুটারটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় প্রায় ৪ ঘণ্টা।
বিদ্যুৎ খরচের দিক দিয়ে হিসাব করলে প্রতি কিলোমিটারে এর খরচ পড়ে মাত্র ২৮ পয়সা। আপনি যদি দৈনিক ২০ কিলোমিটার ভ্রমণ করেন তাহলে আপনার একদিনে খরচ হবে সাড়ে ৫ টাকার চেয়ে সামান্য বেশি (৫.৬০ টাকা)।
এই হিসাবে, এই ই-স্কুটারটি পুরো মাসে চার্জ করতে খরচ হবে মাত্র ১৫৬ টাকা যা দেড় লিটার পেট্রোলের দামের সমান। ৭৬ কেজি ওজনের Pure EV-এর EPluto 7G ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা।
সমস্ত মডেলে অ্যারোডাইনামিক বডি, মাল্টি-রিফ্লেক্টর হেডল্যাম্প, ৪-ইঞ্চি এলসিডি স্ক্রিন, রাউন্ডেড মিরর এবং ১০-ইঞ্চি অ্যালয় হুইল ফ্যাট রাবারের টায়ারে দেওয়া হয়েছে।
এই ইলেকট্রিক স্কুটারটি মাত্র ৪ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে পৌঁছে যেতে পারে। এর লোড ক্ষমতা ১৫০ কেজি পর্যন্ত।