Redmi Note 11 সিরিজের লঞ্চিং-এর দিন ঘোষণা করল সংস্থা। এই নতুন লাইন-আপটিকে আগামী ২৮ অক্টোবর একটি ইভেন্টের মধ্যে দিয়ে লঞ্চ করা হবে। একইসঙ্গে এর ডিজাইনটিও প্রকাশ্যে এসেছে। নতুন এই ফোনে iPhone 13 সিরিজের মতো ফ্ল্যাট মেটাল এজ দেখা যেতে পারে।
বাজারে আসার আগে Redmi Note 11, Redmi Note 11 Pro ও Redmi Note 11 Pro+ ফোনগুলিকে JD.com-এও দেখা গিয়েছে। চিনের মাইক্রো ব্লগিং সাইট Weibo-তে Redmi Note 11-র লঞ্চিং-এর দিনক্ষণ ঘোষণা করেছে সংস্থা।
আগামী ২৮ তারিখ ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টেতে লঞ্চ করা হবে Redmi Note 11 সিরিজ। এতে থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনের মাথায় থাকবে JBL টিউনড স্পিকার গ্রিল।
3.5mm অডিও জ্যাক এবং মাইক হোল্ড। এতে পাওয়ার বোতাম ও সাউন্ড রকারগুলি ডানদিকে থাকবে। জানা গিয়েছে Redmi Note 11 Pro+ ফোনটি ৩টি রঙে পাওয়া যাবে।
সেগুলি হল, মিস্টিরিয়াস ব্ল্যাকল্যান্ড, মিস্টি ফরেস্ট এবং টাইম কোয়েট পার্পল। আর Redmi Note 11 Pro পাওয়া যাবে ৪টি রঙের।