Reliance AGM: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর বার্ষিক সাধারণ সভায় এবারও একাধিক চমক। প্রতিবছরই সংস্থার AGM-এ এমন কিছু লঞ্চ করা হয়, যা রীতিমতো বাজারে শোরগোল ফেলে দেয়। এবারও তার অন্যথা হল না। যার নির্যাস, AI পরিচালিত স্মার্ট চশমা লঞ্চ করল মুকেশ আম্বানির সংস্থা।
রিলায়েন্স তাদের বার্ষিক সভায় লঞ্চ করল নতুন প্রজন্মের AI Powered Smart Glasses – Jio Frames। সংস্থার দাবি, এগুলি সরাসরি টক্কর দেবে Meta Ray Ban স্মার্ট গ্লাসেসকে। স্মার্ট ওয়্যারেবলসের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, আর সেই বাজারেই জিওর এই নতুন পদক্ষেপ।
Jio Frames-এ রয়েছে ইনবিল্ট ওপেন-ইয়ার স্পিকার। এর মাধ্যমে সরাসরি চশমা থেকেই ফোন রিসিভ করা, কল করা বা গান শোনা যাবে। অর্থাত্ চশমা পরলেই জীবন সহজ। আপনি চশমা দিয়েই ফোনে কথা বলতে পারবেন অনায়াসে।
চশমায় দেওয়া আছে AI সাপোর্ট। ইউজার যে কোনও প্রশ্ন করলে চশমা উত্তর দেবে। যেমন, রান্নাঘরে দাঁড়িয়ে রেসিপি চাইলে এটি স্টেপ-বাই-স্টেপ গাইড করে দেবে। এমনকী গান শুনতেও পারবেন চশমাতেই।
Jio Frames-এর HD ফটো ক্যাপচার ও ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা। তোলা ছবি বা ভিডিও সরাসরি মোবাইল অ্যাপে সেভ হয়ে যাবে। Jio Voice AI নামের বিল্ট-ইন ভয়েস অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে, যা শুধু প্রশ্নের উত্তরই নয়, নানা কমান্ডও এক্সিকিউট করতে পারবে।
একাধিক ভারতীয় ভাষার সাপোর্ট থাকছে। ফলে আপনার ভাষা যা-ই হোক, আঞ্চলিক ভাষাতেই আপনি ব্যবহার করতে পারবেন এই চশমা। ফলে এটি ব্যবহার করে লাইভ ট্রান্সলেশনও করা যাবে। কোনও সাইনবোর্ড, মেনু বা প্রোডাক্টে তাকালেই অনুবাদ পাওয়া সম্ভব। এর মধ্যে বিল্ট-ইন ক্যামেরাও থাকছে, যা দিয়ে ছবি তোলা ও ভিডিও শ্যুট করা যাবে।
বর্তমানে ভারতে Meta Ray-Ban স্মার্ট গ্লাসেসের দাম প্রায় ৩৫ হাজার টাকা থেকে শুরু। তবে জিও জানিয়েছে, তারা চেষ্টা করবে তাদের স্মার্ট চশমা অনেকটা সাশ্রয়ী দামে বাজারে আনতে।
কলিং, মিউজিক শোনা, ছবি তোলা, ভিডিও রেকর্ড করা, AI-সহায়ক ভয়েস গাইড আর লাইভ ট্রান্সলেশন, সব মিলিয়ে Jio Frames হতে পারে সাধারণ ব্যবহারকারীর জন্য এক ‘অল-ইন-ওয়ান’ স্মার্ট ওয়্যারেবল গ্যাজেট।