
Samsung Galaxy Z Trifold: দক্ষিণ কোরিয়ায় স্যামসাংয়ের প্রথম ট্রাইফোল্ড স্মার্টফোন Galaxy Z TriFold বাজারে আসতেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কোম্পানির নিজস্ব স্টোরে এই ফোনের প্রথম দিনের সেলে দেখা গেল দীর্ঘ লাইন, ভিড়, উৎসা খানিকটা যেন আইফোন লঞ্চের ছবি মনে করিয়ে দিল।

স্যামসাং এই ফোনটি আপাতত শুধু কোরিয়াতেই মুক্তি দিয়েছে। বিশ্ববাজারে কবে আসবে তা স্পষ্ট নয়। তবে দক্ষিণ কোরিয়ার সেলস সেন্টারে যে প্রতিক্রিয়া মিলেছে, তা থেকেই বোঝা যাচ্ছে নতুন ডিজাইনের এই ‘ট্রাইফোল্ড’ হ্যান্ডসেট বাজারে বেশ সাড়া ফেলতে চলেছে।

ফোনটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এটি দুই জায়গা থেকে ভাঁজ হয়। পুরোপুরি খুললে ব্যবহারকারী পান ১০ ইঞ্চির AMOLED ডিসপ্লে, আর কভার স্ক্রিন হিসেবে রয়েছে ৬.৫ ইঞ্চির AMOLED প্যানেল। দু’টিতেই রয়েছে ১২০Hz রিফ্রেশ রেট।

ডিসপ্লে সুরক্ষায় ব্যবহার হয়েছে Gorilla Glass Victus Ceramic 2। শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে আছে Qualcomm Snapdragon 8 Elite চিপসেট। সঙ্গে থাকছে সর্বোচ্চ ১৬GB RAM এবং ১TB স্টোরেজ অপশন।

ক্যামেরা দিক থেকেও ফোনটি প্রিমিয়াম। পিছনে রয়েছে ২০০MP মেন সেন্সর, ১০MP টেলিফটো এবং ১২MP আল্ট্রা-ওয়াইড লেন্স। সামনে কভার ও মেইন স্ক্রিনে আলাদা ১০MP সেলফি ক্যামেরা রয়েছে, যা ভিডিও কল ও মাল্টিটাস্কিং-এ সুবিধা দেবে।

দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য রয়েছে ৫৬০০mAh ব্যাটারি, যা ৪৫W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এত বড় ডিসপ্লে এবং শক্তিশালী হার্ডওয়্যার সত্ত্বেও ব্যাটারি ব্যাকআপকে বেশ প্রশংসনীয় বলেই দাবি করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

ফোনটির দাম কোরিয়ায় রাখা হয়েছে ৩,৫৯৪,০০০ ওন, ভারতীয় মূল্যে যা প্রায় ২,১৯,৮৫৮ টাকা। স্যামসাং–প্রেমীদের কাছে এই ফোন এখনই আলোচনার কেন্দ্রে এর ডিজাইন, প্রযুক্তি এবং ব্যবহারিক সুবিধার কারণে এর প্রতি আগ্রহ আকাশছোঁয়া।