scorecardresearch
 
Advertisement
টেক

বছরশুরুতেই ধাক্কা, Samsung-এর একাধিক ফোনে চিরতর বন্ধ WhatsApp

Whatsapp ব্যবহার বন্ধ হচ্ছে
  • 1/6

Whatsapp ব্যবহার গোটা পৃথিবীতে হয়। এখন ভারতে ইনস্ট্যান্ট মেসেঞ্জার প্লাটফর্মে হিসেবে সবচেয়ে বেশি ইউজারসরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে। কিন্তু Samsung ইউজারদের জন্য হোয়াটস অ্যাপটা বড় খবর শুনিয়েছে। হোয়াটসঅ্যাপের সাপোর্ট স্যামসাংয়ের একাধিক ফ্যানেদের।

Whatsapp ব্যবহার বন্ধ হচ্ছে
  • 2/6

যদিও এটা সমস্ত ইউজারদের জন্য নয়। এই সাপোর্ট পুরনো কিছু ফোনের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই সমস্ত ডিভাইসের জন্য এর সাপোর্ট আর পাওয়া যাবে না। অ্যান্ড্রয়েড ৫ এও হোয়াটসঅ্যাপ কাজ করবে না।

Whatsapp ব্যবহার বন্ধ হচ্ছে
  • 3/6

এতে প্রায় এক দশক আগে লঞ্চ হওয়া samsung device-এ whatsapp সাপোর্ট শেষ হয়ে যাবে। রিপোর্ট অনুযায়ী ২০১১-২০১২ এবং ২০১৩ তে লঞ্চ হওয়া ৭ টি স্যামসং ডিভাইসের হোয়াটসঅ্যাপ কাজ করবে না। এখানে এই ডিভাইসের সমস্ত লিস্ট জানিয়ে দেওয়া যাচ্ছে।

Advertisement
Whatsapp ব্যবহার বন্ধ হচ্ছে
  • 4/6

রিপোর্ট অনুযায়ী হোয়াটসঅ্যাপে সাপোর্টে samsung galaxy ac-2,গ্যালাক্সি কোর, galaxy s3, মিনি galaxy s2, galaxy trend light, galaxy এবং galaxy x কভার টু, ফোনে আর হোয়াটসঅ্যাপ সাপোর্ট পাওয়া যাবে না।

Whatsapp ব্যবহার বন্ধ হচ্ছে
  • 5/6

এই সমস্ত স্মার্ট ফোনের লাস্ট আপডেট অ্যান্ড্রয়েড ফোনকে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ সাপোর্ট শেষ হওয়ার পরে এই ইউজারসরা জরুরি সিকিউরিটি আপডেট এবং লেটেস্ট ফিচারস পাবেন না। এরপরে হোয়াটসঅ্যাপেও কাজ করা বন্ধ করে দেবে।

 

Whatsapp ব্যবহার বন্ধ হচ্ছে
  • 6/6

যদিও এখনও কম বা প্রায় নেইয়ের বরাবর লোক রয়েছে। যারা এই ফোনগুলি ব্যবহার করেন। এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপে এই সিদ্ধান্তে খুব একটা চিন্তিত হওয়ার কারও কারণ নেই। কোম্পানি প্রত্যেক বছরই পুরনো ডিভাইসের জন্য নিজের সাপোর্ট এইভাবে তুলে নেয়।

Advertisement