scorecardresearch
 
Advertisement
টেক

এই ২০টি জনপ্রিয় অ্যাপ মোবাইলের চার্জ দ্রুত শেষ করে, দেখুন তালিকা!

ব্যাটারির ক্ষতি করে এমন অ্যাপ
  • 1/5

মোবাইল এখন সবথেকে প্রয়োজনীয় জিনিস। তাই ইউজাররা চান, তাঁর ফোনের ব্যাটারির চার্জ যেন অনেকক্ষণ থাকে। তবে বেশ কিছু অ্যাপ রয়েছে, সেগুলি ব্যাটারির ক্ষতি করে। চার্জ কমিয়ে দেয় দ্রুত। 

ব্যাটারির ক্ষতি করে এমন অ্যাপ
  • 2/5

শুনলে অবাক হবেন, এই ২০টি অ্যাপের তালিকায় রয়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় অ্যাপসও। এই অ্যাপগুলি ফোনে খুব বেশি ব্যবহৃত হয়। ফলে চার্জও দ্রুত শেষ হয়। 

ব্যাটারির ক্ষতি করে এমন অ্যাপ
  • 3/5

p-cloud নামের একটি কোম্পানি প্রায় ১০০টি অ্যাপকে পর্যবেক্ষণ করেন। তারপর তারা সিদ্ধান্তে আসেন এমন ২০টি অ্যাপ রয়েছে, যা বেশ ক্ষতিকারক। তাদের মতে, এই অ্যাপগুলি সবথেকে বেশি ক্ষতি করে ব্যাটারির। 

Advertisement
ব্যাটারির ক্ষতি করে এমন অ্যাপ
  • 4/5

এই অ্যাপগুলির তালিকায় সবথেকে প্রথম নাম FitBit-এর। তারপর রয়েছে যথাক্রমে  Verizon ও Uber। এছাড়াও তালিকায় রয়েছে Skype। 

ব্যাটারির ক্ষতি করে এমন অ্যাপ
  • 5/5

তালিকার পঞ্চম নম্বরে রয়েছে ফেসবুক। Airbnb-এর নামও প্রকাশ করেছে p-cloud। এছাড়াও Bigo Live, Tinder, Likee, LinkedIn, Snapchat, Telegram, WhatsApp, YouTube-এর মতো অ্যাপগুলিও ব্যাটারির ক্ষতি করে। 

Advertisement