scorecardresearch
 
Advertisement
টেক

অলিম্পিকে ভারতের পদকজয়ীদের এই মোবাইল গিফট Xiaomi-র! দাম জানেন কত?

টোকিও অলিম্পিক
  • 1/6

টোকিও অলিম্পিক ২০২০ -তে পদক জয়ী সকল ভারতীয় ক্রীড়াবিদকে Mi 11 Ultra স্মার্টফোন দেওয়ার ঘোষণা করেছে Xiaomi। সংস্থার ইন্ডিয়ার এমডি মনু কুমার জৈন তাঁর টুইটার হ্যান্ডেল থেকে এই ঘোষণা করেছেন।

সংস্থা জানিয়েছে
  • 2/6

সংস্থা জানিয়েছে, পদকজয়ী সমস্ত ক্রীড়াবিদ অত্যন্ত ধৈর্য্য নিষ্ঠার পরিচয় দিয়েছে। তাঁদের কর্তব্যের প্রতি মূল্যবোধ রেখে এই মোবাইল উপহার দেওয়া হবে। 

প্রসঙ্গত
  • 3/6

প্রসঙ্গত এবারের অলিম্পিকে ভারত রেকর্ড সৃষ্টি করেছে। টোকিও অলিম্পিকে ভারত একটি সোনা, দুটি রুপো এবং ৪টি ব্রোঞ্জ মেডেল পেয়েছে। 
 

Advertisement
২০০৮ সালের
  • 4/6

২০০৮ সালের পরে এই প্রথম কোনও অলিম্পিকে সোনার পদক জিতল ভারত। নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে সোনার পদক জেতেন। অলিম্পিকের প্রথম দিন রুপো পান মীরাবাই চানু।
 

ইতিমধ্যে ভারতের 
  • 5/6

ইতিমধ্যে ভারতের পদকজয়ী সকল ক্রীড়াবিদকে শুভেচ্ছা জানানো হয়েছে। সরকার ও বিভিন্ন সংস্থার তরফ থেকেও প্রচুর পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
 

MI-এর ওয়েবসাইট
  • 6/6

MI-এর ওয়েবসাইট অনুযায়ী ফোনটির দাম এখন ৬৯,৯৯৯ টাকা। এর প্রসেসর- Qualcomm Snapdragon 888। ফোনটির সাইজ ৬.৬৭ ইঞ্চি। ফোনের ব্যাটারি ৫ হাজার mAh। সেই সঙ্গে 67W ফাস্ট চার্জিং সার্পোট।
 

Advertisement