scorecardresearch
 
Advertisement
টেক

Twitter New Feature Soft Block : ব্লক না করেই Twitter থেকে ফলোয়ারকে রিমুভ করুন

Twitter New Feature Soft Block remove followers without blocking abk টুইটার
  • 1/12

Twitter New Feature Soft Block: রোজই পাল্টে যাচ্ছে প্রযুক্তি। নিত্যদিন আসছে নতুন নতুন প্রযুক্তি। এর ফলে মানুষের অনেক অসুবিধা হচ্ছে। 

Twitter New Feature Soft Block remove followers without blocking abk টুইটারের নতুন ফিচার
  • 2/12

এবার টুইটার নিজের ওয়েব ভার্সনের জন্য নতুন একটা ফিচার যোগ করেছে। মনে করা হচ্ছে এর ফলে টুইটার ব্যবহারকারীদের অনেক সুবিধা হবে।

Twitter New Feature Soft Block remove followers without blocking abk one
  • 3/12

এখন যাঁরা টুইটার ব্যবহার করেন, তাঁরা কোনও ফলোয়ারকে ব্লক না করেই রিমুভ করতে পারবেন। ওই সংস্থা খুব সুন্দর একটা নাম দিয়েছে এই বিষয়টির। তাদের মতে, এটিকে সফ্ট ব্লক (Soft Block) বলা যেতে পারে।

Advertisement
Twitter New Feature Soft Block remove followers without blocking abk two
  • 4/12

তবে একটা অসুবিধা রয়েছে। এর মোবাইল ভার্সন এখনও আসেনি। মানে মোবাইলে এই পরিষেবা পাওয়া যাবে না আপাতত।

Twitter New Feature Soft Block remove followers without blocking abk three
  • 5/12

তবে ওয়েব ভার্সনে এই পরিষেবা পাওয়া যাবে। এই পরিষেবা ব্যবহার করে যে কোনও ফলোয়ারকে রিমুভ করা যাবে খুব সহজেই।

Twitter New Feature Soft Block remove followers without blocking abk four
  • 6/12

এখানে একটা জিনিস খেয়াল করার। আর তা হলো সফ্ট ব্লক ফিচার পুরোপুরি ব্লক নয় কিন্তু। তার থেকে কোথাও গিয়ে একটু আলাদা। আপনি কোনও ব্যবহারকারীকে ব্লক করলে সে আপনার টুইটার বা টুইট দেখতে পায় না।

Twitter New Feature Soft Block remove followers without blocking abk five
  • 7/12

আর না তো আপনাকে ডিএম করতে পারে। কোনও ভাবেই আর কিছু করার থাকে না।

Advertisement
Twitter New Feature Soft Block remove followers without blocking abk six
  • 8/12

তবে সফ্ট ব্লক এইটা খালি ফলোয়ারকে রিমুভ করে দেবে। আর ওই ইউজারের কোনও নোটিফিকেশন দেখাবে না। তবে সেই ইউজার ফের যদি আপনাকে ফলো করতে পারে। সেই অপশন থাকছে।

Twitter New Feature Soft Block remove followers without blocking abk seven
  • 9/12

এবার এখন যদি আপনি চান ওই ব্যবহারকারী আপনাকে ফের ফলো না করে তো তখন আপনি সরাসরি ব্লক করে দিতে পারেন।

Twitter New Feature Soft Block remove followers without blocking abk eight
  • 10/12

টুইটার তাদের এই নতুন পরিষেবা চালু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি সব ব্যবহারকারী তা পেয়ে যাবেন। হতে পারে আপনার অ্যাকাউন্টে সেই পরিষেবা চালু হয়ে গেছে।

Twitter New Feature Soft Block remove followers without blocking abk nine
  • 11/12

এবার দেখে নেব কী করে তা ব্যবহার করতে হবে। আপনার প্রোফাইলে থাকা কোনো ব্যবহারকারীকে সফ্ট ব্লক করতে হলে প্রথমে নিজের অ্যাকাউন্টে বা প্রোফাইল যেতে হবে। এরপরে ফলোয়ার্স-এ যেতে হবে যেখানে। যেখানে দেখা যাবে তিনটে ডট আইকন।

Advertisement
Twitter New Feature Soft Block remove followers without blocking abk ten
  • 12/12

সেখানে প্রেস করতে হবে। সেখানে 'রিমুভ দিস ফলোয়ার' লেখা থাকবে। সেখান থেকে আপনি ওই কাজ করতে পারবেন।

Advertisement