scorecardresearch
 
Advertisement
টেক

Vivo X70 Pro+ রিভিউ: পাওয়ারফুল পারফর্ম্যান্স, দুর্দান্ত ক্যামেরা, ডিজাইনও বেশ

Vivo X70 Pro Plus newly launched phone in India review abk ভিভো
  • 1/7

Vivo X70 Pro+: ভারতের বাজারে নতুন এক ফোন নিয়েছে ভিভো। সেটি হল ভিভো এক্স৭০ প্রো প্লাস (Vivo X70 Pro+) এটি ওই সংস্থার লেটেস্ট ফ্ল্যাগ শিপ। সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছে সেটি। দেখে নিই গ্রাহকরা এই ফোনের ব্যাপারে কী বলেছেন। এই ফোনের সব খুঁটিনাটি তুলে ধরা হবে।

Vivo X70 Pro Plus newly launched phone in India review abk one
  • 2/7

এই ফোন (Vivo X70 Pro+)-এর ডিজাইনার বিল্ড কোয়ালিটি টপ নচ বলা যেতে পারে। এই কোম্পানি বেশ কিছু সময় ধরে নিজের ফ্লাগশিপ আর মিড রেঞ্চ ফোন নতুন নতুন ধরনে বাজারে নিয়ে এসেছে। তবে ঘটনা হল এই ফোন (Vivo X70 Pro+)-টির সঙ্গে আগের এই ভিভো এক্স৬০ প্রো প্লাস (Vivo X60 Pro+)-এর ডিজাইনে কিছু যেন এক। তবে এটা ভেগান লেদার ফিনিশ পাওয়াযায়। তবে এইবার কোম্পানি তা বাতিল করেছে। এবং তৈরি করেছে প্রিমিয়াম। ভাল কথা হল যে বক্সের মধ্যে কিন্তু আপনি একটা কভার পাবেন যা অত্যন্ত প্রিমিয়াম বলা যেতে পারে। 

Vivo X70 Pro Plus newly launched phone in India review abk two
  • 3/7

এটির ফিনিশিং আপনাকে আগের ফোন (Vivo X60 Pro+)-এর ফিনিশের কথা মনে করিয়ে দেবে। ফোন (Vivo X70 Pro+)-টা বেশ ভারী আর অল ডিসপ্লে পাওয়া যায়। এই ফোনে কভারড ডিসপ্লে দেওয়া হয়েছে। তাতে প্য়াচহোল রয়েছে। যার সাহায্যে সেলফি ক্লিক করা যেতেই পারে। তবে এর সঙ্গে কোন হেডফোন জ্যাক দেওয়া হয়নি।

Advertisement
Vivo X70 Pro Plus newly launched phone in India review abk three
  • 4/7

কিন্তু ওভারঅল লুক আর ফিলের মামলায় বলা যেতে পারে সেটা বেশ শানদার। আর সেই হিসেবে কোম্পানি দাম জাস্টিফাই করেছে সেটা বলতেই পারি। এবার চলে আসি এর ডিসপ্লের ব্যাপারে। এই ফোনের ডিসপ্লে দুর্দান্ত বললেও কম বলা হবে খুবই সুন্দর। তবে কোনও বাড়তি কিছু নেই।

Vivo X70 Pro Plus newly launched phone in India review abk four
  • 5/7

এটি (Vivo X70 Pro+) ৬.৭ ইঞ্চির অ্যামোলেড স্ক্রিনযুক্ত। রেজোলিউশন ৩২০০x১৪৪০। এর (Vivo X70 Pro+) পিক হোয়াইটনেস ১৫০০নিটস। এর সঙ্গে HDR10+ সাপোর্ট দেওয়া হয়। গেমিং হোক বা ভিডিও দেখা এই সেই তুলনায় এই স্ক্রিন অত্যন্ত কার্যকর কোনও সন্দেহ নেই। ইনডোর আর আউটডোরে দারুন পারফর্ম করবে। আর ম্যাক্সিমাম ব্রাইটনেসেও কাজ করলে চোখের ওপর কোনও প্রভাব ফেলবে না। আপনি সূর্যের আলোয় এটি ব্যবহার করতে পারবেন। 

Vivo X70 Pro Plus newly launched phone in India review abk five
  • 6/7

ডার্ক মোড ব্যবহার করার জন্য একটা আলাদাই অভিজ্ঞতা। ওই অবস্থায় ব্যবহারকারীরা গেম খেলেছেন এবং ওটিটি (OTT)-তে বিভিন্ন সিরিজ দেখেছেন। তখন বোঝা গিয়েছে তার ডিসপ্লে বেশ ভাল। আপনি দৌড়চ্ছেন এবং ভিডিও তুলছেন বা গাড়ির ভেতর থেকে ভিডিও বানাচ্ছেন, তখন দেখা গিয়েছে ভিডিওতে বেশ ঝাঁকুনি হবে। সাধারণত এরকম অবস্থায় ভিডিও তোলা হলে তা বেশ ভিডিও কোয়ালিটি ভাল হয় না। তবে এখানে সেই সম্ভাবনা অনেকটা কম। ওভারঅল এটিকে ক্যামেরা নির্ভর স্মার্টফোন বলা যেতে পারে। এমন নয় যে এটিই সেরা ফোন। তবে এটি নিঃসন্দেহে অন্য অনেককে হেসেখেলে টেক্কা দিতে পারে।

Vivo X70 Pro Plus newly launched phone in India review abk six
  • 7/7

এতে (Vivo X70 Pro+) রয়েছে 50 Megapixel ক্যামেরা। Qualcomm V1 ইমেজিং চিপ রয়েছে। Zeiss এাট নিশ্চিত করেছে যাতে আপনি ন্যাচরাল কালার পান। এতে Snapdragon 888+ রয়েছে। এটির ব্যাটারি 4500mAh, 55W অয়্য়ারড চার্জিং রয়েছে। ৪৫-৫০ মিনিটের মধ্যে পুরো চার্জ হয়ে যাবে এটির। 

Advertisement