scorecardresearch
 
Advertisement
টেক

50MP ট্রিপল ক্যামেরা! লঞ্চ হল Vivo Y33s, দাম কত?

Vivo Y33s
  • 1/6

ভারতে Vivo Y33s লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি আমাজনে পাওয়া যাচ্ছে। Vivo Y33s এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর প্রাথমিক ক্যামেরা 50 মেগাপিক্সেলের। দাম 17,990 টাকা।

Vivo Y33s
  • 2/6

ভারতে Vivo Y33s এর দাম
 Vivo Y33s এর দাম রাখা হয়েছে 17,990 টাকা। এই দাম একমাত্র ভেরিয়েন্ট 8GB RAM এবং 128GB স্টোরেজের জন্য। এটি অ্যামাজনে তালিকাভুক্ত করা হয়েছে। এর সাথে এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। এই ফোনে 17,090 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।

Vivo Y33s
  • 3/6

Vivo Y33s-এর স্পেসিফিকেশন
Vivo Y33s তে  6.58 ইঞ্চি  Halo FullView ডিসপ্লে  FHD+ (2,400 x 1,080 পিক্সল) রেজোলিউশনের সাথে দেওয়া হয়েছে। এতে  90.6% স্ক্রিন টু বডি রেশিও এবং ব্লু লাইট ফিল্টার রয়েছে। এতে 12nm অক্টা কোর MediaTek Helio G80 চিপসেট দেওয়া হয়েছে।

Advertisement
Vivo Y33s
  • 4/6

এর সাথে 8GB ফিজিক্যাল র‍্যাম এবং 4GB ভার্চুয়াল র‍্যাম দেওয়া হয়েছে। ফোনে 128GB ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। মাইক্রো-এসডি কার্ডের সাহায্যে এটি 1TB পর্যন্ত বাড়ানো যাবে। এতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
 

Vivo Y33s
  • 5/6

Vivo Y33s Android 11 ভিত্তিক Funtouch OS 11.1 এ চলে। এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর প্রাথমিক ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা। এর সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের Bokeh সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স।
 

Vivo Y33s
  • 6/6

ট্রিপল রিয়ার ক্যামেরায় সুপার নাইট মোড, আল্ট্রা স্টেবল ভিডিও, Super HDR এবং Eye Autofocus-এর  মতো ফিচার দেওয়া হয়েছে। সেলফির জন্য এর ফ্রন্টে 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনে 18W চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি আছে।

Advertisement