scorecardresearch
 
Advertisement
টেক

Cyber Attack: ইউক্রেনের উপরে এবার সাইবার অ্যাটাক? রুশ অস্ত্রের নাম Wiper Malware

Cyber Attack: ইউক্রেনের উপরে এবার সাইবার অ্যাটাক? রুশ অস্ত্রের নাম Wiper Malware
  • 1/8

ইউক্রেনে গতকাল থেকেই সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এর মধ্যেই বিশ্বের নজর সাইবার যুদ্ধের দিকে। জানা গিয়েছে, ইউক্রেনে বড় ধরনের সাইবার হামলা চালানো হচ্ছে। ইউক্রেনের অনেক সরকারি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।

Cyber Attack: ইউক্রেনের উপরে এবার সাইবার অ্যাটাক? রুশ অস্ত্রের নাম Wiper Malware
  • 2/8

মনে করা হচ্ছে, এর পিছনে রয়েছে Wiper ম্যালওয়্যার, যা ইউক্রেনের একের পর এক সরকারি ওয়েবসাইটের সমস্ত ডেটা মুছে সাফ করে দিতে শুরু করেছে।

Cyber Attack: ইউক্রেনের উপরে এবার সাইবার অ্যাটাক? রুশ অস্ত্রের নাম Wiper Malware
  • 3/8

এই Wiper ম্যালওয়্যার যে কোনো সিস্টেমে সংরক্ষিত সমস্ত ডেটা অনায়াসে স্থায়ীভাবে মুছে ফেলতে পারে। অর্থাৎ, এ ক্ষেত্রে ডিলিট হওয়া ডেটা আর কোনও ভাবেই পুনরুদ্ধার করা সম্ভব নয়। Wiper ম্যালওয়্যারের এই ক্ষমতাই উদ্বেগ বাড়াচ্ছে বিশ্বের।

Advertisement
Cyber Attack: ইউক্রেনের উপরে এবার সাইবার অ্যাটাক? রুশ অস্ত্রের নাম Wiper Malware
  • 4/8

জানা গিয়েছে, Wiper ম্যালওয়্যারের একাধক টুলের মাধ্যমেই ইউক্রেনের উপর সাইবার আক্রমণ করা হচ্ছে। অর্থাৎ, এই ম্যালওয়্যারের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সফটওয়্যার তৈরি করতে সময় লাগতে পারে।

Cyber Attack: ইউক্রেনের উপরে এবার সাইবার অ্যাটাক? রুশ অস্ত্রের নাম Wiper Malware
  • 5/8

এখানেই সুবিধা পাচ্ছে হ্যাকাররা। এখন এমন পরিস্থিতিতে, প্রশ্ন উঠেছে যে Wiper ম্যালওয়্যার কী এবং কীভাবে এটি ওয়েবসাইটগুলিকে হ্যাক করে।

Cyber Attack: ইউক্রেনের উপরে এবার সাইবার অ্যাটাক? রুশ অস্ত্রের নাম Wiper Malware
  • 6/8

ওয়াইপার ম্যালওয়্যার কি?
এই ম্যালওয়্যারটি যে কোনও সিস্টেমের সমস্ত ডেটা পাকাপাকি ভাবে মুছে ফেলতে সক্ষম। এর সবচেয়ে বিপজ্জনক বিষয় হল যে, ওয়াইপার ম্যালওয়্যারের মুছে ফেলা ডেটা আর পুনরুদ্ধার করা যাবে না।
 

Cyber Attack: ইউক্রেনের উপরে এবার সাইবার অ্যাটাক? রুশ অস্ত্রের নাম Wiper Malware
  • 7/8

এই Wiper ম্যালওয়্যার অন্যান্য পাবলিক ম্যালওয়্যার থেকে একেবারে আলাদা, এটি অর্থিক প্রতারনা, চুরি বা কোনও সিস্টেমের নিয়ন্ত্রণ নিতে ব্যবহৃত হয় না। ওয়াইপারের উদ্দেশ্যই হল যে কোনও সিস্টেমকে সম্পূর্ণরূপে ধ্বংস করা। এই কারণেই যুদ্ধের সময় ওয়াইপার ব্যবহার করলে শত্রুপক্ষের নেটওয়ার, জরুরি ডেটা ধ্বংস করে সহজেই কৌশলগত জয় পাওয়া সম্ভব হয়।

Advertisement
Cyber Attack: ইউক্রেনের উপরে এবার সাইবার অ্যাটাক? রুশ অস্ত্রের নাম Wiper Malware
  • 8/8

কীভাবে ওয়াইপার ম্যালওয়ার টার্গেট করে?
ওয়াইপার ম্যালওয়্যার ব্যবহার করার পেছনের কারণ হল এর অস্তিত্বের প্রমাণ মুছে ফেলা। অর্থাৎ যে ব্যবহার করবে সে আড়ালেই থাকবে। ইউক্রেনে এই Wiper ম্যালওয়্যারের হামলার পিছনে কি রুশ হ্যাকার যোগ রয়েছে? রাশিয়া অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
 

Advertisement