scorecardresearch
 
Advertisement
টেক

Whatsapp Ban: ভারতে ১ মাসে ১৮ লক্ষের বেশি WhatsApp অ্যাকাউন্ট নিষিদ্ধ! কেন?

হোয়াটসঅ্যাপে ব্যান ১৮ লক্ষ অ্যাকাউন্ট
  • 1/6

জানুয়ারি মাসে কয়েক লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করেছে তাৎক্ষণিক বার্তা প্রেরক অ্যাপ হোয়াটসঅ্যাপ। রিপোর্ট বলছে,শুধু জানুয়ারি মাসেই ১৮ লক্ষের বেশি অ্যাকাউন্ট বন্ধ হয়েছে। ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে নিষিদ্ধ হয়েছে অ্যাকাউন্টগুলি।  

হোয়াটসঅ্যাপে ব্যান ১৮ লক্ষ অ্যাকাউন্ট
  • 2/6

প্রতি মাসেই রিপোর্ট প্রকাশ করে হোয়াটসঅ্যাপ। তাতে বলা হয়েছে, নিয়ম লঙ্ঘন করায় নিষিদ্ধ করা হয়েছে ওই অ্যাকাউন্টগুলিকে। অর্থাৎ সংস্থার নির্দিষ্ট নীতি ভাঙা হয়েছে। 

হোয়াটসঅ্যাপে ব্যান ১৮ লক্ষ অ্যাকাউন্ট
  • 3/6

কোনও অ্যাকাউন্ট নিয়ে কোম্পানির কাছে অভিযোগ গেলে প্রমাণসাপেক্ষে তা বন্ধ করে দেয় হোয়াটসঅ্যাপ। ২২৮টি অভিযোগ গিয়েছিল তাদের কাছে। এর মধ্যে ২৪টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। 
 

Advertisement
হোয়াটসঅ্যাপে ব্যান ১৮ লক্ষ অ্যাকাউন্ট
  • 4/6

কোম্পানির পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি মাসে ১৮,৫৮,০০০ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। সংস্থার দাবি, অ্যাকাউন্টের অপব্যবহারের আগে পদক্ষেপ করতে চায় হোয়াটসঅ্যাপ। 

হোয়াটসঅ্যাপে ব্যান ১৮ লক্ষ অ্যাকাউন্ট
  • 5/6

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের অপব্যবহার করলে ব্যবস্থা নেয় সংস্থা। রেজিস্ট্রেশনের সময় লাইফস্টাইল, মেসেজিং এবং নেতিবাচক মন্তব্য সামিল থাকে। 

হোয়াটসঅ্যাপে ব্যান ১৮ লক্ষ অ্যাকাউন্ট
  • 6/6

আগাম সতর্কতা না দিয়ে অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দিতে পারে WhatsApp। একবার নিষিদ্ধ হলে ফের ওই নম্বরে অ্যাকাউন্ট খুলতে গেলে ব্যবহারকারীকে দেখায়- Your phone number is banned from using WhatsApp. Contact support for help। আপনার অ্যাকাউন্ট যদি ভুল করে বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে সংস্থাকে ইমেল করে আবেদন করতে পারেন। 
 

Advertisement