scorecardresearch
 
Advertisement
টেক

সাবধান! এই অ্যাপ ব্যবহার করলেই বন্ধ হতে পারে WhatsApp

হোয়াটসঅ্যাপ
  • 1/6

 WhatsApp-র মতো দেখতে অনেক অ্যাপ রয়েছে। যদি আপনি সেই সমস্ত অ্যাপ ব্যবহার করেন, তাহলে বিপদ। সেক্ষেত্রে আপনাকে ব্লক করতে পারে WhatsApp। এমনই এক অ্যাপ হল WhatsApp plus। যদি আপনি এই অ্যাপ ব্যবহার করছেন, তাহলে অবিলম্বে ডিলিট করে দিন। 

হোয়াটসঅ্যাপ
  • 2/6

WhatsApp- এর তরফে ইতিমধ্যেই এই নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। তাদের সাফ বার্তা, যদি কোনও ইউজার তাদের অ্যাপের পাশাপাশি WhatsApp plus বা GB WhatsApp-এর মতো অ্যাপ ব্যবহার করেন, তাহলে তাঁদের মোবাইল থেকে WhatsApp ব্লক করে দেওয়া হবে। 

হোয়াটসঅ্যাপ
  • 3/6

এখন প্রশ্ন উঠতে পারে WhatsApp plus বা GB WhatsApp-এর মতো অ্যাপ কেন ইনস্টল করে অনেকে। এর প্রধান কারণ হল, এই অ্যাপগুলিতে এমন কিছু ফিচার আছে যেগুলি WhatsApp-এও নেই। 

Advertisement
হোয়াটসঅ্যাপ
  • 4/6

 যদিও বিশেষজ্ঞদের দাবি, WhatsApp plus বা GB WhatsApp-এর মতো অ্যাপ ব্যবহার করা একদম উচিত নয়। কারণ, এগুলি নিরাপদ নয়। এই সব অ্যাপ থেকে প্রয়োজনীয় তথ্য লিক হতে পারে।

হোয়াটসঅ্যাপ
  • 5/6

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, WhatsApp plus বা GB WhatsApp-এ এমন কিছু ফিচার আছে, যেগুলি  মূল WhatsApp অ্যাপেও পাওয়া যায় না। যেমন অটো রিপ্লাইয়ের অপশন আছে WhatsApp plus বা GB WhatsApp-এ। 
 

হোয়াটসঅ্যাপ
  • 6/6

 WhatsApp এর সব চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপটেড থাকে। যদিও, WhatsApp Plus ও GB WhstaApp এর মতো থার্ড পার্টি ক্লায়েন্টে অনেক ফিচার থাকলেও, এই অ্যাপ ব্যবহার করে চ্যাট করলে কোনও রকম এনক্রিপশন কাজ করে না। তাই, সহজেই আপনার চ্যাট হ্যাক হতে পারে। 

Advertisement