scorecardresearch
 
Advertisement
টেক

WhatsApp নিয়ে এল নতুন ফিচার! দেখুন কিভাবে সারা জীবনের জন্যে 'মিউট' করবেন নোটিফিকেশন

হোয়াটসঅ্যাপ নিয়ে এল আপডেট
  • 1/5

হোয়াটসঅ্যাপে গত কয়েক মাসে অনেকগুলো নতুন ফিচার যুক্ত হয়েছে। এই নতুন ফিচারগুলির মধ্যে একটি হল, যে কোনো চ্যাট স্থায়ীভাবে মিউট করতে পারবেন ব্যবহারকারীরা। 

হোয়াটসঅ্যাপ নিয়ে এল আপডেট
  • 2/5

এর আগে অ্যাপ্লিকেশনটিতে ব্যবহারকারীরা মাত্র চার ঘন্টা, এক সপ্তাহ বা এক বছরের জন্যে মিউট করতে পারতেন। তবে সম্প্রতি এই আপডেটের ফলে এক বছরের পরিবর্তে সর্বদা মিউট করে রাখা সম্ভব। আসুন জেনে নেয়া যাক, কিভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট চিরকালের জন্য মিউট করবেন।
 

হোয়াটসঅ্যাপ নিয়ে এল আপডেট
  • 3/5

এক্ষত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন।

- হোয়াটসঅ্যাপ চ্যাটে ফিচারটি পাওয়ার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপের আপডেটেট ভার্সন ইনস্টল করতে হবে।

- তার সঙ্গে ফোনের ইন্টারনেট সংযোগ থাকা প্রয়োজন। 

 

Advertisement
হোয়াটসঅ্যাপ নিয়ে এল আপডেট
  • 4/5

 - প্রথমে আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলুন তারপর প্রয়োজনীয় কোনো চ্যাট উইন্ডোতে যান।

- সেটি আলতো করে চাপ দিন এবং উপরে ডান দিকের তিনটি অনুভূমিক বিন্দুতে আলতো ক্লিক করে, ড্রপ ডাইন মেনু থেকে মিউট অপশনটি বেছে নিন।

- এতে ক্লিক করে আপনি তিনটি বিকল্প দেখতে পাবেন ৪ ঘন্টা, এক সপ্তাহ কিংবা সর্বদা' ( Always)। সেখান থেকেই আপনি বেছে নিতে পারেন আপনার অপশনটি।
 

হোয়াটসঅ্যাপ নিয়ে এল আপডেট
  • 5/5

এই ভাবে কোন চ্যাট নিঃশব্দ করতে আপনার অবশ্যই 'সর্বদা' (Always) নির্বাচন করতে হবে। আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপ আপনাকে নোটিফিকেশন প্যানেলে কোনো চ্যাটের  অ্যাডগুলি দেখায়, তবে আপনি এই উইন্ডো থেকে শো- অ্যাড নির্বাচন করতে পারেন। তবে ব্যবহারকারীদের ফোনে আপডেটেড ভার্সনই থাকতে হবে।

Advertisement