scorecardresearch
 
Advertisement
টেক

Whatsapp Payments-এ নতুন ফিচার, কীভাবে লেনদেন করবেন?

Whatsapp Payments-এ নতুন ফিচার
  • 1/6

Whatsapp Payments-এ নতুন ফিচার। বিভিন্ন অ্যাপ আপগ্রেড হয়ে থাকে। লক্ষ্য ইউজারদের আরও ভালো এক্সপেরিয়েন্স দেওয়া। সেই একই লক্ষ্যে নতুন ফিচার নিয়ে এসেছে  Whatsapp। এই নতুন ফিচারে পাওয়া যাবে একটি ব্যাকগ্রাউন্ড। আর্থিক লেনদেনের সময় তা সিলেক্ট করতে পারবেন ইউজাররা। 

Whatsapp Payments-এ নতুন ফিচার
  • 2/6

আই ফোন ও অ্যান্ডরয়েড, দুই ধরনের ফোনের জন্যই এই ফিচার নিয়ে এসেছে Whatsapp। এই সংস্থার তরফে জানানো হয়েছে, ইউজারদের ভালো এক্সপেরিয়েন্স দিতেই এই ফিচার আনা হয়েছে। 
 

Whatsapp Payments-এ নতুন ফিচার
  • 3/6

 নতুন ফিচারে ৭টি ব্যাকগ্রাউন্ড যোগ করেছে Whatsapp। কাউকে টাকা পাঠানোর সময় এইগুলির মধ্যে যে কোনও একটি ব্যবহার করতে পারবেন ইউজাররা। এর মধ্যে রয়েছে থিম ও প্রাকৃতিক দৃশ্যের ব্যাকগ্রাউন্ড। পাশাপাশি Happy Birthday-র মতো ব্যাকগ্রাউন্ডও দিয়েছে Whatsapp। 

Advertisement
Whatsapp Payments-এ নতুন ফিচার
  • 4/6

তাই এবার থেকে কাউকে টাকা পাঠানোর সময় একটি ব্যারগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন ইউজাররা। সেজন্য তাঁদের send Payment স্ক্রিনে থাকা ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করতে হবে। 

Whatsapp Payments-এ নতুন ফিচার
  • 5/6

আবার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একটি নোটও পাঠাতে পারবেন ইউজাররা। যেখানে ইউজার উল্লেখ করে দিতে পারবেন, তিনি কেন টাকা পাঠাচ্ছেন। 

Whatsapp Payments-এ নতুন ফিচার
  • 6/6

২০২০ সালের নভেম্বর মাসে Whatsapp Payments পরিষেবা চালু হয়। আপাতত, Axis, HDFC, ICICI ও SBI-এর অ্যাকাউন্ট থাকলেই Whatsapp-এ লেনদেন করা সম্ভব। 

Advertisement