scorecardresearch
 
Advertisement
টেক

নিউ ইয়ারে নয়া চমক WhatsApp-এর! কী কী থাকতে পারে? জানুন

প্রতীকী ছবি
  • 1/6

অন্যান্য মেজেসিং অ্যাপের থেকে এগিয়ে থাকতে মাঝেমধ্যেই নয়া ফিচার আনে WhatsApp। এর ফলে আরও ভাল পরিষেবা পান ইউজাররা। জানা যাচ্ছে এবার হোয়াটসঅ্যাপে খুব শিঘ্রই আরও ৫টি নতুন ফিচার আসতে চলেছে, যা ইউজারদের কলিং ও চ্যাটিং-এর অনুভূতিকে আরও সুন্দর করবে।
 

প্রতীকী ছবি
  • 2/6

নতুন কলিং ইন্টারফেজ
WhatsApp Calls একটি খুবই জনপ্রিয় ফিচার। এর ফলে ইন্টারনেটের মাধ্যমেই একে অপরকে কল করতে পারেন ইউজাররা। WABetaInfo-র তথ্য অনুসারে, সংস্থা এই ফিচারটি খুব তাড়াতাড়িই আপডেট করতে পারে। এর ফলে বদলে যাবে কলিং ইন্টারফেজ, যা আরও আধুনিক ও কম্প্যাক্ট হবে। 

প্রতীকী ছবি
  • 3/6

এন্ড টু এন্ড এনক্রিপশান ইন্ডিকেটর
হোয়াটসঅ্যাপে চ্যাট ও কলের জন্য নয়া একটি ইন্ডিকেটর আসতে পারে। এতে ইউজাররা জানতে পারবেন যে প্ল্যাটফর্মে তাঁদের যোগাযোগ এন্ড টু এন্ড এনক্রিপটেড। প্রথমে এটিকে বিটা টেস্টারের জন্য জারি করা হবে। পরে স্টেবল ইউজারদের জন্য জারি করা হবে। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

ক্যুইক রিপ্লাই 
WhatsApp Business-এর জন্য খুব দ্রুত quick replies শর্টকার্ট আনতে পারে সংস্থা। এর ফলে WhatsApp Business ইউজাররা প্রিসেট quick replies গুলি সিলেক্ট করে কাস্টমারকে পাঠাতে পারবেন। 

প্রতীকী ছবি
  • 5/6

গ্রুপ অ্যাডমিনের বেশি নিয়ন্ত্রণ 
খুব তাড়াতাড়ি group admins-দের জন্য আরও বেশি নিয়ন্ত্রণ জারি করতে পারে WhatsApp। এর ফলে তিনি গ্রুপের অন্য সদস্যদের মেসেজকেও ডিলিট করতে পারবেন। এই ফিচারের মাধ্যমে অ্যাডমিন গ্রুপের কনটেন্ট খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। 
 

প্রতীকী ছবি
  • 6/6

কমিউনিটিস
এছাড়া কমিউনিটি তৈরির ফিচারও আনতে পারে হোয়াটসঅ্যাপ। WhatsApp Communities-এ অ্যাডমিন গ্রুপে নতুন কমিউনিটি তৈরি করতে পারবেন এবং সদস্যদের যুক্ত করতে পারবেন। 

Advertisement