scorecardresearch
 
Advertisement
টেক

WhatsApp-এ টাইপ না করেও কীভাবে পাঠাবেন মেসেজ? রইল উপায়

WhatsApp-এ টাইপ না করেও কীভাবে পাঠাবেন মেসেজ?
  • 1/6

WhatsApp-এ মেসেজ পাঠানোর জন্য টাইপ করতে হয়। কিন্তু, অনেকেই মেসেজ টাইপ করতে পারেন না বা সময়  চলে যায় অনেকটাই। জানেন কি  টাইপ না করেই WhatsApp-এর মাধ্যমে আপনি অন্যকে মেসেজ পাঠাতে পারবেন। 

WhatsApp-এ টাইপ না করেও কীভাবে পাঠাবেন মেসেজ?
  • 2/6

তবে সেজন্য আপনাকে সেটিংসে পরিবর্তন করতে হবে। জানিয়ে রাখা ভালো, এখন এই পদ্বতিতেই অনেকে মেসেজ টাইপ করেন। কীভাবে সেটিংস সেটআপ করবেন? দেখুন। 

WhatsApp-এ টাইপ না করেও কীভাবে পাঠাবেন মেসেজ?
  • 3/6

 WhatsApp-এর মাধ্যমে ভয়েস মেসেজ সেন্ড করার ফিচার ২০১৫ সালে এনেছিল google assistant। ২০১৬ সালে অ্যাপেল ফোন সিরির মাধ্যমে এই ভয়েস মেসেজের সুবিধা নিয়ে আসে। এবার আপনাদের জানাব, অ্য়ান্ডরয়েড ফোনে ভয়েস মেসেজের মাধ্যমে কীভাবে টাইপিং করবেন। 

Advertisement
WhatsApp-এ টাইপ না করেও কীভাবে পাঠাবেন মেসেজ?
  • 4/6

সেজন্য প্রথমেই আপনাকে পপুলার সেটিংসে যেতে হবে। তারপর google assistant-এর ডানদিকের কোণে নিজের প্রোফাইল ফোটোতে ক্লিক করতে হবে। এরপর নীচে স্ক্রল করে পার্সোনাল রিজল্টে এসে সেখানে ক্লিক করুন। 

WhatsApp-এ টাইপ না করেও কীভাবে পাঠাবেন মেসেজ?
  • 5/6

ভয়েস অ্যাসিস্ট্যান্টকে অ্যক্টিভেট করার জন্য এবার Hey Google বা Ok Google বলতে হবে। তারপর আপনাকে বলতে হবে 'Send A Whats App message' টু এবং তারপর আপনি যাকে মেসেজ করবেন তার নাম নিতে হবে। 

WhatsApp-এ টাইপ না করেও কীভাবে পাঠাবেন মেসেজ?
  • 6/6

তারপর আপনি যা লিখতে চান, তা বলতে শুরু করতে হবে। তাহলেই আপনার কথাগুলো টাইপিং হয়ে যাবে। 

Advertisement