scorecardresearch
 
Advertisement
টেক

নিজে থেকেই লগ-আউট হয়ে যাচ্ছে WhatsApp, কারণ জানেন?

হোয়াটসঅ্যাপ
  • 1/6

অনেক Whatsapp ইউজারের সঙ্গেই এটা হচ্ছে। তাঁদের ফোনে নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে Whatsapp। এর ফলে অনেকেই ঘাবড়ে যাচ্ছেন। কেউ কেউ ভাবছেন, তাঁদের মোবাইল হয়তো হ্যাক হচ্ছে। কেন এমন হচ্ছে? সামনে এল আসল কারণ। 

হোয়াটসঅ্যাপ
  • 2/6

বিশেষজ্ঞদের মতে, নিজে থেকে Whatsapp লগ-আউট হয়ে গেলেও তা নিয়ে চিন্তার কোনও কারণ নেই। একটি বাগের কারণে এটা হচ্ছে। এই নিয়ে প্রথম রিপোর্ট করে WaBetaInfo নামের একটি সংস্থা। তাদের তরফে জানানো হয়, লগআউট হওয়ার পর ফোনে মেসেজ আসছে। সেখানে লেখা থাকছে, আপনার ফোন নম্বর   Whatsapp-এর সঙ্গে রেজিস্টার্ড নয়।

হোয়াটসঅ্যাপ
  • 3/6

মেসেজে এও লেখা থাকছে, হয়তো আপনি আরও একটি ফোনে  Whatsapp লগ-ইন করেছেন সেই কারণে এমনটা হচ্ছে। যদি তা না করে থাকেন, তাহলে আপনার ফোন নম্বরকে ফের ভেরিফাই করুন। 

Advertisement
হোয়াটসঅ্যাপ
  • 4/6

টুইটারে একটি পোস্ট শেয়ার করে WaBetaInf জানিয়েছে, বারবার নিজে থেকে লগ-আউট হয়ে যাওয়ার পিছনে কারণ হল একটি বাগ। তবে এটা নিয়ে চিন্তার কোনও কারণ নেই। 

হোয়াটসঅ্যাপ
  • 5/6

যদিও এই নিয়ে ফেসবুক বা Whatsapp-এর তরফে কিছু বলা হয়নি। তবে সম্প্রতি একটি ফিচার সামনে এনেছে তারা। সেই ফিচার অনুযায়ী, Whatsapp-এ আসা কোনও ছবি আপনি দেখার পর যিনি পাঠিয়েছেন, তাঁর ফোনে নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। 

হোয়াটসঅ্যাপ
  • 6/6

এই ফিচারে  ইউজারদের গোপনীয়তাও রক্ষা করা হবে। সীমিত সংখ্যক বিটা ব্যবহারকারীদের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা এই আপডেট পরীক্ষা করা হয়েছিল। তবে এবার সব ইউজাররাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। 

Advertisement