অপেক্ষার অবসান। এবার সম্ভবত হোয়াটসঅ্যাপে আসা কোনও ম্যাসেজেও রিয়্যাকশন দেওয়ার স্টিকার পাওয়া যেতে পারে। সম্প্রতি এক রিপোর্টে এমনই খবর সামনে এসেছে।
ফেসবুক, ইনস্টাগ্রামে অনেক আগে থেকেই এই ফিচার রয়েছে। ফেসবুকে মেসেজে, কমেন্ট বক্সে কিংবা কোনও পোস্টে রিয়্যাক্ট করা যায়। ইনস্টার ক্ষেত্রেও এই নিয়ম আছে।
এবার এই নিয়ম চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপে। সেখানে এই ফিচার নিয়ে পরীক্ষা চলছে বলে খবর। তবে কবে চালু হবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি।
WaBetaInfo তথ্য অনুযায়ী, এই ফিচার নিয়ে পরীক্ষা চলছে। দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীদের দাবি ছিল এমন একটি ফিচার হোয়াটসঅ্যাপেও চালু করার।