scorecardresearch
 
Advertisement
টেক

WhatsApp-এ এই কাজটি করলে পাবেন ৫১ টাকা ক্যাশব্যাক! জানুন পদ্ধতি

WhatsApp
  • 1/10

ব্যবহারকারীদের জন্য বিরাট অফার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। WhatsApp Pay ব্যবহার করে রিচার্জ কিংবা টাকা আদানপ্রদান করলে এবার থেকে ক্যাশব্যাক দেবে সংস্থা। 
 

পাঠাতে
  • 2/10

জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে থেকেই গ্রাহকদের অ্যাকাউন্টে ক্যাশব্যাক পাঠাতে শুরু করেছে WhatsApp। 

টাকা
  • 3/10

Business Insider এর রিপোর্ট অনুযায়ী, WhatsApp Pay ব্যবহার করা  গ্রাহকদের ৫১ টাকা করে ক্যাশব্যাক পাঠাতে শুরু করেছে সংস্থা। 

Advertisement
একটি
  • 4/10

এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে। সেখানে WhatsApp Pay বলে একটি অপশন থাকবে। 

তারপরে
  • 5/10

সেই অপশনে গিয়ে কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে, সেটি ক্লিক করতে হবে। তারপরে রেজিস্টার মোবাইল নম্বরে মেসেজ ঢুকবে। এর পরেই  WhatsApp Pay সক্রিয় হবে।

দিয়েই
  • 6/10

তবে সংশ্লিষ্ট গ্রাহককে ব্যাঙ্কে রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়েই হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলতে হবে।
 

সেই
  • 7/10

বর্তমানে আমাদের দেশে Google Pay, PayTM, PhonePe খুব জনপ্রিয়। এখন হোয়াটসঅ্যাপও সেই প্রতিযোগিতায় নেমেছে।

Advertisement
জনপ্রিয়
  • 8/10

জানা যাচ্ছে, আপাতত হোয়াটসঅ্যাপের নিজেদের ব্যবহারকারীদের মধ্যেই  WhatsApp Pay অপশনটিকে জনপ্রিয় করার দিকে মনোযোগ দিচ্ছে। 

ব্যবহার
  • 9/10

ক্যাশব্যাক পাওয়ার শর্ত রয়েছে সম্ভবত। যদি সংশ্লিষ্ট গ্রাহক অন্য নম্বর WhatsApp Pay ব্যবহার করে টাকা পাঠান, তবে ক্যাশব্যাক মিলবে। 

back
  • 10/10

GIve cash, get Rs 51 back- নামে একটি ব্যানারও হোয়াটসঅ্যাপ পে অপশনে দেখা গিয়েছে।

Advertisement