অপেক্ষার অবসান! বৃহস্পতিবার লঞ্চ হল বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp-এর নতুন ডিস্যাপিয়ারিং মেসেজ (messages disappearing) ফিচার!
WhatsApp-এর নতুন এই ফিাচারে ইউজারের পাঠানো বার্তাগুলি একটি নির্দিষ্ট সময়ের পর নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে।
WhatsApp তার FAQ পেজে তার ডিস্যাপিয়ারিং মেসেজ ফিচার সম্পর্কে বিস্তারিত ভাবে জানিয়েছে। জানা গিয়েছে, নভেম্বরের মধ্যেই ডিস্যাপিয়ারিং মেসেজ ফিচারটির আপডেট সবার ফোনেই পৌঁছে যাবে।
কিন্তু কী ভাবে কাজ করবে WhatsApp-এর নতুন ডিস্যাপিয়ারিং মেসেজ ফিচার? WhatsApp-এর ব্যবহারকারীরা এই ডিস্যাপিয়ারিং মেসেজ ফিচার থেকে কি সুবিধা পাবেন?
এই ফিচার সক্রিয় করার পর কোনও WhatsApp গ্রুপে বা আলাদা ভাবে কাউকে পাঠানো বার্তাগুলি ৭ দিনের মধ্যে নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে। এই বৈশিষ্ট্য WhatsApp-এর সব ধরনের বার্তার ক্ষেত্রেই কার্যকর হবে।
তবে WhatsApp-এর পুরানো কোনও বার্তার ক্ষেত্রে এই ডিস্যাপিয়ারিং মেসেজ ফিচার কার্যকর হবে না। স্বতন্ত্র চ্যাটে ব্যবহারকারীরা নিজেরাই এই বৈশিষ্ট্যটি সক্রিয় বা নিষ্ক্রিয় করতে পারবেন। তবে WhatsApp গ্রুপের ক্ষেত্রে শুধুমাত্র এর অ্যাডমিনের হাতেই এই বৈশিষ্ট্যটি সক্রিয় অথবা নিষ্ক্রিয় করার অধিকার থাকবে।
কোনও ব্যবহারকারী যদি ৭ দিন জন্য WhatsApp না-ও খোলেন, তা সত্ত্বেও তাঁর পাঠানো মেসেজটি নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে। তবে WhatsApp নোটিফিকেশনে ওই মেসেজের প্রিভিউ দেখা যাবে।