scorecardresearch
 
Advertisement
টেক

WhatsApp Status-এ শীঘ্রই আসতে পারে Undo অপশান, জানুন কী সুবিধা হবে...

প্রতীকী ছবি
  • 1/6

ইউজারদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে কাজ করতেই থাকে ইনস্ট্যান্ড মেজেজিং অ্যাপ  WhatsApp। এবার শোনা যাচ্ছে  WhatsApp Undo ও Redo বোতাম নিয়ে কাজ করছে। এর ফলে অ্য়াপে শেয়ার করা ছবিকে এডিট করা যাবে। 
 

প্রতীকী ছবি
  • 2/6

একটি রিপোর্টের তথ্য অনুযায়ী সংস্থা এই বোতামটি WhatsApp Status-র জন্যও চালু করতে পারে। এই বিষয়ে WABetaInfo একটি রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্ট অনুযায়ী WhatsApp Undo বোতামটিকে স্টেটাস আপডেটের ক্ষেত্রে পরীক্ষা নিরিক্ষা চালাচ্ছে। 
 

প্রতীকী ছবি
  • 3/6

WhatsApp Status Instagram Stories-র মতো। এখানে ২৪ ঘণ্টা পর নিজের থেকেই চলে যায় স্টেটাসটিকে। এবার WhatsApp নতুন যে ফিচারটি নিয়ে কাজ করছে তাতে কোনও পোস্টকে খুব দ্রুত ডিলিট করা যাবে। অর্থাৎ অ্যাক্সিডেন্টাল পোস্টকে আনডু করার বিষয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। 
 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

এই বিষয়ে WhatsApp একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। সেই স্ক্রিনশটে Undo বোতাটিকে দেখান হয়েছে। এটি স্টেটাস সেন্টের বিপরীত দিকে রয়েছে। এটি তাঁদের ক্ষেত্রে খুবই উপযোগী যাঁর অ্যাক্সিডেন্টাল স্টেটাস আপডেট করে ফেলেন। 

প্রতীকী ছবি
  • 5/6

এই ফিচারটি অ্যান্ড্রয়েডের বিটা ভার্সন 2.21.22.6-তে মিলবে। বিটা ভার্সন  2.21.22.5-তেও দেওয়া হচ্ছে ফিচারটি। 

প্রতীকী ছবি
  • 6/6

সম্প্রতি পেমেন্ট স্টিকার চালু করেছে WhatsApp। এটির নাম দেওয়া হয়েছে প্রেম ও পেমেন্ট।  

Advertisement