scorecardresearch
 
Advertisement
টেক

WhatsApp Trick: WhatsApp ওপেন না-করেও টেক্সট পাঠানো যায়, রইল শর্টকাট পদ্ধতি

হোয়াটসঅ্যাপ ট্রিক
  • 1/6

WhatsAapp অত্যন্ত পপুলার মেসেজিং অ্যাপ। এর কারণও রয়েছে। এর মধ্যে একাধিক দুর্দান্ত ফিচার রয়েছে যা সহজেই অপারেট করা যায় এবং অত্যন্ত কার্যকরী। পাশাপাশি ফিচারগুলি নিয়মিত আপডেট হতে থাকে। নতুন নতুন ফিচারও মিলতে থাকে সব সময়ই। পারিপার্শ্বিকের সঙ্গে সামঞ্জস্য রেখে হোয়াটসঅ্যাপ নিজেদের অপরিহার্য করে তুলেছে। তবে এর অনেক ফিচার সম্পর্কে আমরা সঠিকভাবে জানি না।

হোয়াটসঅ্যাপ ট্রিক
  • 2/6

এর মধ্যে একটি ফিচার দেওয়া হয়েছে যাতে আপনি বিনা whatsapp ওপেন করেই মেসেজ পাঠাতে পারবেন। এ পদ্ধতি অত্যন্ত সহজ। কেউ কেউ এ বিষয়ে অবগত হলেও যদিও এই ফিচার সম্পর্কে আমরা বেশিরভাগই জানি না। আসুন বিষয়টির উপর একটু নজর দেওয়া যাক।


 

হোয়াটসঅ্যাপ ট্রিক
  • 3/6

এর জন্য আপনাকে বেশি পরিশ্রম বা কসরত, কোনওটাই করতে হবে না। এই ট্রিক আপনি অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারবেন। সবচেয়ে সুবিধা হল আপনার অনেক সময় বাঁচবে। ব্যবহার করার জন্য আপনাকে শুধু প্রয়োজনীয় ওই চ্যাটটিই ওপেন করতে হবে, যাঁর সঙ্গে আপনি কথা বলতে চান।

Advertisement
হোয়াটসঅ্যাপ ট্রিক
  • 4/6

কীভাবে whatsapp এর এই ট্রিক কাজ করবে?

প্রথমে আপনি যে চ্যাটটিকে সিলেক্ট করতে চান তা খুলুন। এরপরে আপনি টপ রাইটে গিয়ে তিনটি ডট (Three Dot) এ ক্লিক করুন। এরপরে আপনার সামনে More অপশন ওপেন হয়ে যাবে। এখানে আপনি Add Shortcut অপশন দেখতে পাবেন। এর উপরে ক্লিক করুন। এতে আপনার  নির্বাচিত চ্যাটের শর্টকাট, হোম স্ক্রিনে দেখা যাবে।

হোয়াটসঅ্যাপ ট্রিক
  • 5/6

এভাবে আপনি যে ক'টি চ্যাট চান, শর্টকাটের মাধ্যমে হোমস্ক্রিনে নিয়ে আসতে পারেন। যাদের সঙ্গে আপনার নিয়মিত এবং দ্রুত যোগাযোগের প্রয়োজন হয়, তাদের এভাবে শর্টকাটে নিয়ে আসতে পারবেন। এতে আপনি সোজা ওই চ্যাটে Tap করে মেসেজ করতে পারবেন। তাতে আপনার আলাদা করে অ্যাপ-এ গিয়ে আর হোয়াটসঅ্যাপ খুলতে হবে না।

 

হোয়াটসঅ্যাপ ট্রিক
  • 6/6

যদি বিনা অ্যাপ ওপেন করে আপনি সোজা রিপ্লাই করতে চান, তাহলে আপনি নোটিফিকেশন প্যানেলেও জবাব দিতে পারেন। কিন্তু নোটিফিকেশন প্যানেল থেকে কেবল টেক্সট রিপ্লাই সেন্ড করা সম্ভব। ফটো বা ভিডিও পাঠানোর জন্য আপনাকে স্ক্রিন ওপেন করতেই হবে।

Advertisement