scorecardresearch
 
Advertisement
টেক

WhatsApp Tricks : টাইপ না করেও পাঠানো যাবে WhatsApp মেসেজ, জানুন...

WhatsApp
  • 1/9

WhatsApp : টাইপ না করেও আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন। এর জন্য কিছু ফিচার বা টুলের সাহায্য নিতে হবে। খুব সহজ পদ্ধতির মাধ্যমেই টাইপিং ছাড়া আপনি মেসেজ পাঠাতে পারবেন। (সব ছবি প্রতীকী)

Android
  • 2/9

প্রথমে এর জন্য আপনাকে অ্যাডভান্স ভয়েস রিকগনিশনের সাহায্য নিতে হবে। এই কৌশলটি Android ফোনে কাজ করে। এর জন্য আপনাকে কিছু সেটিংস পরিবর্তন করতে হবে।

হোয়াটসঅ্যাপে
  • 3/9

সেটিংস পরিবর্তন করে আপনি টাইপ না করেও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আপনার ফোনে অ্যাক্সেস না থাকলে এই বৈশিষ্ট্যটি খুব কার্যকর। 

Advertisement
Google Assistant
  • 4/9

Google Assistant ২০১৫ সালে ভয়েস সহ হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানোর ফিচার চালু করেছিল। অ্যাপল সিরি ২০১৬ সালে এই বৈশিষ্ট্যটি চালু করেছিল। 

ভয়েসের
  • 5/9

এর মাধ্যমে থার্ড পার্টি অ্যাপ থেকে ভয়েসের মাধ্যমে মেসেজ পাঠানো যাবে। ফলে অ্যান্ড্রয়েড ফোনেও টাইপ না করে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো যাবে।

অ্যাসিস্ট্যান্টের
  • 6/9

এর জন্য প্রথমে আপনাকে প্রপুলার সেটিংসে যেতে হবে। আপনাকে গুগল অ্যাসিস্ট্যান্টের ডান দিকে আপনার প্রোফাইল ফটোতে ক্লিক করতে হবে। তারপরে নিচে স্ক্রল পার্সোনাল রেজাল্ট অপশনে আসুন এবং এই অপশনটি চালু করে দিন।

আপনাকে
  • 7/9

ভয়েস অ্যাসিস্ট্যান্ট সক্রিয় করতে আপনাকে বলতে হবে হে গুগল বা ওকে গুগল। তারপরে আপনাকে বলতে হবে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান  তারপরে আপনি যাকে মেসেজ করতে চান তার নাম নিতে হবে। 

Advertisement
জিজ্ঞাসা
  • 8/9

এর পরে গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কী বার্তা পাঠাতে চান। আপনি যে মেসেজ পাঠাতে চান, আপনাকে সেই কথাই মুখে বলে বলতে হবে।
 

অ্যাসিস্ট্যান্টের
  • 9/9

সব বলা হয়ে গেলে শেষে এসে আপনাকে বলতে হবে সেন্ড। এর মাধ্যমে আপনি টাইপ না করেই গুগল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারবেন।

Advertisement