scorecardresearch
 
Advertisement
টেক

ইউজারের আস্থা ফিরে পেতে নতুন প্রাইভেসি পলিসি নিয়ে সাফাই দিতে স্ট্যাটাস Whatsapp-এর!

নতুন প্রাইভেসি পলিসি নিয়ে সাফাই দিতে স্ট্যাটাস Whatsapp-এর!
  • 1/7

WhatsApp-এর নতুন প্রাইভেসি পলিসি নিয়ে উত্তাল গোটা বিশ্ব। ব্যক্তিগত তথ্যের সুরক্ষার প্রশ্নে ভারতে WhatsApp এবং Facebook-এর নতুন প্রাইভেসি পলিসি নিষিদ্ধ করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)।

নতুন প্রাইভেসি পলিসি নিয়ে সাফাই দিতে স্ট্যাটাস Whatsapp-এর!
  • 2/7

CAIT-এর বক্তব্য, WhatsApp এবং Facebook-এর নতুন প্রাইভেসি পলিসির কারণে সব রকম ব্যবসায়ীক লেনদেনের তথ্য ও ব্যক্তিগত তথ্য, কন্ট্যাক্টস, লোকেশন এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার করতে পারবে সংস্থা।

নতুন প্রাইভেসি পলিসি নিয়ে সাফাই দিতে স্ট্যাটাস Whatsapp-এর!
  • 3/7

CAIT-এর অভিযোগ, WhatsApp 'মাই ওয়ে বা হাইওয়ে' নীতি অনুসরণ করছে। এই নীতি অন্যায় ও সংবিধানবিরোধী। ভারতের মতো গণতান্ত্রিক দেশে এটি সম্পূর্ণরূপে গ্রহণের অযোগ্য।

Advertisement
নতুন প্রাইভেসি পলিসি নিয়ে সাফাই দিতে স্ট্যাটাস Whatsapp-এর!
  • 4/7

কিন্তু নতুন প্রাইভেসি পলিসি যে সকলের জন্যই নিরাপদ, সুরক্ষিত, তা জানাতে এ বার স্ট্যাটাস আপলোড করল Whatsapp, যা দেখতে পাবেন সমস্ত ইউজারই।

নতুন প্রাইভেসি পলিসি নিয়ে সাফাই দিতে স্ট্যাটাস Whatsapp-এর!
  • 5/7

নিজের স্ট্যাটাসে সমস্ত ইউজারের উদ্দেশে Whatsapp জানিয়েছে, ‘আমরা আপনাদের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে দায়বদ্ধ।’ কিন্তু Whatsapp বিভিন্ন ভাবে তার ইউজারের বিশ্বাস অর্জনের চেষ্টা করলেও ক্রমশ কমছে এই অ্যাপের নতুন ইউজার সংখ্যা।

নতুন প্রাইভেসি পলিসি নিয়ে সাফাই দিতে স্ট্যাটাস Whatsapp-এর!
  • 6/7

নিজের স্ট্যাটাসে সমস্ত ইউজারের উদ্দেশে Whatsapp জানিয়েছে, ‘আমরা আপনাদের গোপনীয় তথ্য পড়তে অথবা শুনতে পারি না। কারণ, সেগুলি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। আমরা আপনাদের শেয়ার করা অবস্থান সংক্রান্ত তথ্যও দেখতে পারি না।’

নতুন প্রাইভেসি পলিসি নিয়ে সাফাই দিতে স্ট্যাটাস Whatsapp-এর!
  • 7/7

সমস্ত ইউজারের উদ্দেশে Whatsapp নিজের স্ট্যাটাসে জানিয়েছে, ‘আমরা আপনাদের গোপনীয় কনট্যাক্ট ডিটেইল Facebook-এর সঙ্গে শেয়ার করি না।’ কিন্তু এত কিছুর পরও কি ইউজারের ভরসা, আস্থা জিততে পারবে সংস্থা, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে!

Advertisement