scorecardresearch
 
Advertisement
টেক

মোবাইলের নেট বন্ধ রেখেও চালানো যাবে WhatsApp! কীভাবে জানুন

পরীক্ষা
  • 1/8

কয়েকমাস ধরেই হোয়াটসঅ্যাপ multiple device login ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছিল। এখন জানা যাচ্ছে এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে। এর ফলে সেকেন্ডারি ডিভাইসে হোয়াটসঅ্যাপ খুললে, প্রাইমারি ডিভাইসে ইন্টারনেটের প্রয়োজন নেই।

ফিচারটি
  • 2/8

আপাতত বিটা ভার্সনে এই ফিচারটি নিয়ে আসা হয়েছে।  হোয়াটসঅ্যাপের নতুন আপডেটের পরে সকল ব্যবহারকারীদের জন্য এটি দিয়ে দেওয়া হবে। 

স্মার্টফোনে
  • 3/8

হোয়াটসঅ্যাপ কয়েক মাস ধরে এই ফিচারটি পরীক্ষা করছিল। এর সাহায্যে, ব্যবহারকারীর স্মার্টফোনে ইন্টারনেট না থাকলেও বা অনলাইন না থাকলেও ব্যবহারকারীরা সেকেন্ডারি ডিভাইস থেকে ক্রমাগত মেসেজ পাঠাতে এবং গ্রহণ করতে পারেন।

Advertisement
হোয়াটসঅ্যাপ
  • 4/8

এর আগে কেউ যদি কম্পিউটার কিংবা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ খুলতেন, তাহলে তাঁকে মোবাইলের নেট খুলে রাখতে হত। কিন্তু নয়া আপডেটে মোবাইলের নেট অফ রাখলেই হবে।

নিয়মের
  • 5/8

তবে অন্য ডিভাইসে লিঙ্ক করার নিয়মটা আগের মতো থাকছে, সেই নিয়মের কোনও পরিবর্তন আসছে না। 

ব্যবহার
  • 6/8

নতুন নিয়মে ব্যবহারকারীরা প্রথমে অন্য একটি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে নেবেন।

সেকেন্ডারি
  • 7/8

এর পরে সংশ্লিষ্ট ব্যবহারকারী মোবাইলের নেট অফ রাখতেই পারেন। যেখানে তিনি সেকেন্ডারি ডিভাইস হিসাবে হোয়াটসঅ্যাপ খুলেছেন সেটা থেকেই ব্যবহার করতে পারেন। 

Advertisement
সাহায্যে
  • 8/8

অর্থাৎ আপনার মোবাইলে নেট সংযোগ অফ রাখলেও অন্য ডিভাইসের সাহায্যে হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন।
 

Advertisement