scorecardresearch
 
Advertisement
টেক

ভারতীয় Youtubers জন্য খারাপ খবর! এবার কর বসাচ্ছে Youtube

ইউটিউবের নয়া নিয়মে
  • 1/7

ইউটিউবের নয়া নিয়মে বিপাকে পড়তে পারেন ভারতের ইউটিউবাররা। কারণ, নয়া নিয়মে এবার নির্দিষ্ট ভিউয়ার্সের উপর হলে কর দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের সমস্ত দেশের জন্য এই নিয়ম লাঘু হবে। অর্থাৎ ভারতেও এই নিয়ম চালু হবে। 

সংস্থা জানিয়েছে,
  • 2/7

সংস্থা জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের ইউটিউবারদের আয় আমেরিকার দর্শকদের থেকে হয়, তাহলে তার উপর নির্দিষ্ট কর দিতে হবে। ইতিমধ্যে ইউটিউব এ বিষয়ে মেল পাঠানো শুরু করেছে। জুন মাস থেকে নয়া এই নিয়ম চালু হতে পারে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবাররা ক্ষোভ প্রকাশ করেছেন।
 

ক্রিয়েটার্স AdSense
  • 3/7

ক্রিয়েটার্স AdSense থেকে করের যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে ইউটিউব। ভারতের ক্ষেত্রেও নয়া এই নিয়ম চালু হবে।

Advertisement
ইউটিউবের মূল সংস্থা
  • 4/7

ইউটিউবের মূল সংস্থা গুগল মার্কিন যুক্তরাষ্ট্রে আভ্যন্তরীণ কর ব্যবস্থার ৩ নম্বর ধারা অনুযায়ী এই নিয়ম চালু হবে। মার্কিন দর্শকদের কাছ থেকে যেসব ইউটিউবার্স ভিউয়ার্স পান, তাদের এবার করে কর দিতে হবে।

ইউটিউব ইতিমধ্যে
  • 5/7

ইউটিউব ইতিমধ্যে সমস্ত ইউটিউবার্সদের নয়া নিয়ম সম্পর্কে জানিয়েছে। ৩১ মে-র মধ্যে করের যাবতীয় ফর্ম পূরণ করতে বলেছে। তা না হলে মোট ইউটিউব থেকে আয়ের  ২৪ শতাংশ কেটে নেওয়া হবে।
 

ইউটিউব ইতিমধ্যে
  • 6/7

ইউটিউব ইতিমধ্যে সমস্ত ইউটিউবার্সদের নয়া নিয়ম সম্পর্কে জানিয়েছে। ৩১ মে-র মধ্যে করের যাবতীয় ফর্ম পূরণ করতে বলেছে। তা না হলে মোট ইউটিউব থেকে আয়ের  ২৪ শতাংশ কেটে নেওয়া হবে।
 

ইউটিউব থেকে অর্থ
  • 7/7

ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে হলে এক হাজার সাবস্ক্রাইবার ও বছরে ৪ হাজার ঘণ্টার বেশি দেখা ভিউয়ার্স থাকা প্রয়োজন। গত বছর ছোট ইউটিউবারদের জন্য বিজ্ঞাপন দেখানো শুরু করেছে ইউটিউব। তবে নয়া নিয়মের জেরে বিপাকে পড়তে পারেন তারা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নয়া এই নিয়মটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

Advertisement