scorecardresearch
 
Advertisement
টেক

YouTube-এ শর্ট ভিডিও থেকে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের সুযোগ! কী ভাবে?

সোশ্যাল মিডিয়া
  • 1/6

সোশ্যাল মিডিয়া থেকে যাঁরা অর্থ উপার্জন করতে চান, তাদের জন্য বড় সুযোগ দিচ্ছে ইউটিউব। ইনস্টাগ্রাম রিলসের মতো আগেই ইউটিউব এই ফিচার এনেছিল। এবার নিজস্ব কনটেন্ট থাকলে  টাকা দেবে ইউটিউব।

এই জন্য
  • 2/6

এই জন্য ইউটিউব শর্টস বিরাট অঙ্কের ফান্ড রেখেছে। ২০২১ এবং ২০২২ সালে ১০০ মিলিয়নের এই তহবিল বণ্টন করা হবে। যোগ্য কনটেন্ট নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের ফান্ডের টাকা দেবে ইউটিউব।

ইউটিউব বলেছে
  • 3/6

ইউটিউব বলেছে যে নির্মাতারা প্রায় ৭.৪০০ টাকা থেকে ৭,৪০,০০০ টাকা উপার্জন করতে পারবে।

Advertisement
ভিউয়ার্জ ও এনগেজমেন্ট
  • 4/6

ভিউয়ার্জ ও এনগেজমেন্ট এই দুইয়ের উপর ভিত্তি করেই উপার্জন করা যাবে। 
 

প্রত্যেক মাসের
  • 5/6

প্রত্যেক মাসের পারফরম্যান্সের উপর ভিত্তি করে বোনাস বিচার করা হবে। এর সঙ্গে বিভিন্ন বিষয় যুক্ত হবে।

তবে বোনাসের
  • 6/6

তবে বোনাসের জন্য কোনও যোগ্যতামান রাখেনি সংস্থা। একমাত্র ভালো পারফরম্যান্স করলেই তাদেরটা বিচার করা হবে বলে জানানো হয়েছে।

Advertisement