ক্রমেই বাড়ছে ভার্চুয়াল দুনিয়া 'মেটাভার্স'-র (Metaverse) জনপ্রিয়তা। ভারতে মেটাভার্সে বিয়ের রিসেপশন সারল এক ভারতীয় দম্পতি। এটা ভারতে প্রথম মেটাভার্সে বিয়ে। ভার্চুয়াল দুনিয়ায় বিয়ে করলেন অভিজিৎ ও সংস্রতি। ৫০০ জন অতিথি ছিলেন।
afaqs.com-র রিপোর্ট অনুযায়ী, অভিজিৎ ও সংস্রতি থ্রি ডি মেটাভার্সে (3D Metaverse) বিয়ে সেরেছেন। বিয়ের আসর বসেছিল ভারতীয় মেটাভার্স প্ল্যাটফর্ম Yug Metaverse-এ।
ডিজিটাল অবতারে বিয়ে সেরেছে দম্পতি। অতিথিরাও নিজেদের ডিজিটাল অবতারেই এসেছেন। ৫ ফেব্রুয়ারি বিয়ে হয়। সশরীরে বিবাহ আসর বসেছিল ভোপালে।
বিবাহ ওয়েবসাইটে আলাপ হয়েছিল ব্যবসায়ী অভিজিৎ গোয়েল ও চিকিৎসক সংস্রতির। বিয়েতে পরিবার ও বন্ধুবান্ধব সকলকে আমন্ত্রণ করতে চাইছিলেন। সে কারণে ভার্চুয়াল বিয়ে সারতে চান তাঁরা।
বলে রাখি, মেটাভার্স একটি ভার্চুয়াল বিশ্ব। ভার্চুয়াল রূপ বাস্তবের মানুষটির প্রতিনিধিত্ব করে এই দুনিয়ায়। সেখানে তাঁর মতো আরও অনেকে থাকেন। তাঁদের সঙ্গে সেই দুনিয়াতে সম্পর্ক গড়ে ওঠে, কথাবার্তা চলে। অর্থাৎ বাস্তবের সঙ্গে সমান্তরালভাবে চলবে ভার্চুয়াল জীবনও।