২ সেকেন্ডেই ১০০ স্পিড, সব বাইকের 'বাপ' OLA ডায়মন্ডহেড ইলেকট্রিক বাইক, দাম কত?

ওলা ইলেকট্রিক তাদের বহুল প্রতীক্ষিত ভবিষ্যতমুখী মোটরসাইকেল “ওলা ডায়মন্ডহেড” লঞ্চ করেছে। প্রিমিয়াম ডিজাইন, উন্নত প্রযুক্তি ও সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৈরি এই ই-বাইকটি ২০২৭ সালে বাজারে আসবে। এর সম্ভাব্য দাম ধরা হচ্ছে প্রায় ৫ লক্ষ টাকা।

Advertisement
 ২ সেকেন্ডেই ১০০ স্পিড, সব বাইকের 'বাপ' OLA ডায়মন্ডহেড ইলেকট্রিক বাইক, দাম কত?
হাইলাইটস
  • ওলা ইলেকট্রিক তাদের বহুল প্রতীক্ষিত ভবিষ্যতমুখী মোটরসাইকেল “ওলা ডায়মন্ডহেড” লঞ্চ করেছে।
  • প্রিমিয়াম ডিজাইন, উন্নত প্রযুক্তি ও সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৈরি এই ই-বাইকটি ২০২৭ সালে বাজারে আসবে।

ওলা ইলেকট্রিক তাদের বহুল প্রতীক্ষিত ভবিষ্যতমুখী মোটরসাইকেল “ওলা ডায়মন্ডহেড” লঞ্চ করেছে। প্রিমিয়াম ডিজাইন, উন্নত প্রযুক্তি ও সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৈরি এই ই-বাইকটি ২০২৭ সালে বাজারে আসবে। এর সম্ভাব্য দাম ধরা হচ্ছে প্রায় ৫ লক্ষ টাকা।

মাত্র ২ সেকেন্ডে ১০০ কিমি গতি
ডায়মন্ডহেডের অন্যতম বড় আকর্ষণ এর গতি। কোম্পানির দাবি, মাত্র ২ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতি তুলতে সক্ষম হবে এই ই-বাইক। এর জন্য ব্যবহৃত হচ্ছে স্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম, কার্বন ফাইবার ও ম্যাগনেসিয়াম—যা ওজন কমিয়ে পারফরম্যান্স বাড়াবে।

ডিজাইন ও লুক
বাইকের ডিজাইন একেবারে আলাদা। হীরার আকারের ফ্রন্ট, হরিজন্টাল LED লাইট স্ট্রিপ, অনন্য হেডল্যাম্প এবং তীক্ষ্ণ রিয়ার এন্ড এটিকে বাজারের অন্যান্য ই-বাইক থেকে আলাদা করেছে।

প্রযুক্তি ও ফিচার
অ্যাক্টিভ এরগনোমিক্স: রাইডারের ভঙ্গি অনুযায়ী হ্যান্ডেলবার ও ফুটপেগ নিজে থেকেই সামঞ্জস্য করবে।

অ্যাক্টিভ অ্যারোডাইনামিক্স ও অ্যাডাপ্টিভ সাসপেনশন: উচ্চ গতিতে স্টেবিলিটি বাড়াবে।

ADAS স্যুট: অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, লেন ডিপার্চার ওয়ার্নিং, ফ্রন্ট কোলিশন অ্যালার্ট, ট্র্যাকশন কন্ট্রোল, ABS ইত্যাদি।

স্মার্ট AR হেলমেট কানেক্টিভিটি: ওলার তৈরি বিশেষ হেলমেটের সঙ্গে সংযুক্ত হয়ে তৈরি করবে এক নতুন ইকোসিস্টেম।

ব্যাটারি ও রেঞ্জ
ওলা এই বাইকে ব্যবহার করবে তাদের নিজস্ব India Cell 4680 ব্যাটারি। যদিও নির্দিষ্ট রেঞ্জ বা পারফরম্যান্সের তথ্য এখনও প্রকাশ করা হয়নি, তবে লঞ্চের সময় তা জানানো হবে।

লঞ্চ টাইমলাইন ও দাম

বাজারে আসবে ২০২৭ সালে।

সম্ভাব্য দাম প্রায় ৫ লক্ষ টাকা।

লঞ্চের সময় ফাইনাল দাম ও রেঞ্জ ঘোষণা করবে কোম্পানি।

ওলা ইলেকট্রিকের প্রতিষ্ঠাতা ভাবিশ আগরওয়াল বলেছেন, “ডায়মন্ডহেড হবে এখন পর্যন্ত সবচেয়ে আশ্চর্যজনক বাইক। এটি বিশ্বের পারফরম্যান্স বাইকিংয়ের নতুন সংজ্ঞা দেবে।”

 

POST A COMMENT
Advertisement