শীঘ্রই আসতে পারে এই ৭ বাইক।EICMA 2025-এ ৭টি নতুন মোটরসাইকেল শোকেস করেছে Royal Enfield। এর মধ্যে কয়েকটি মডেল ২০২৬ সালেই ভারতের বাজারে এসে যেতে পারে। পেট্রোল বাইকের পাশাপাশি ইলেকট্রিক সেগমেন্টেও জোর দিচ্ছে Royal Enfield। আসুন দেখে নেওয়া যাক, ২০২৬-২৭ সালে ভারতে রয়্যাল এনফিল্ডের কোন কোন মডেল আসতে পারে।
১) Royal Enfield Himalayan 750
EICMA 2025-এ Himalayan 750-এর ডেভেলপমেন্ট প্রোটোটাইপ রিলিজ হয়েছে। ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরুতে লঞ্চ হতে পারে। এতে নতুন 750cc টুইন-সিলিন্ডার এয়ার/অয়েল-কুল্ড ইঞ্জিন থাকবে। অ্যালয় হুইল-সহ ট্যুরিং ভ্যারিয়েন্টও টেস্টিং করতে দেখা গিয়েছে।
২) Royal Enfield Continental GT 750
EICMA-তে ‘Testing in Progress’ ট্যাগসহ একটি Royal Enfield Continental GT 750। রেট্রো সেমি-ফেয়ারিং ও ক্লাসিক ট্যাংক ডিজাইনও পাবেন। ২০২৬ সালের শেষদিকে বাজারে আসতে পারে।
৩) Royal Enfield Bullet 650
EICMA 2025-এ উন্মোচিত Bullet 650 আগামী বছর, অর্থাৎ ২০২৬-এ লঞ্চ হতে পারে। Cannon Black ও Battleship Blue, দুই রঙে পাওয়া যাবে। পরিচিত 648cc প্যারালেল-টুইন ইঞ্জিন, 6-স্পিড গিয়ারবক্স এবং ক্লাসিক ডিজাইন বজায় রেখেই আসছে এই মডেল।
৪) Flying Flea FF.S6 (Electric)
স্ক্র্যাম্বলার-স্টাইল ইলেকট্রিক বাইকটির লঞ্চ সময় ২০২৬ সালের শেষ। USD ফর্ক, স্পোক হুইল, লং-ট্রাভেল সাসপেনশন; সব মিলিয়ে অফ-রোড ফোকাসড সেটআপ। চেইন ড্রাইভ ব্যবহৃত হয়েছে।
৫) Flying Flea C6 (Electric)
রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল হিসেবে C6 বাজারে আসতে পারে ২০২৬ সালের প্রথমার্ধে। 100-150 কিমি রেঞ্জ এবং 300cc ICE-সম শক্তি। বেল্ট ড্রাইভ, 19-ইঞ্চি অ্যালয় হুইল, ডিস্ক ব্রেক; সবই থাকছে।
৬) Royal Enfield Himalayan Electric
আগামী ১৮ মাসের মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা। 14 kWh ব্যাটারি, 100 bhp মোটর, অফ-রোড টায়ার, USD ফর্ক; সব মিলিয়ে এটি রিএ-র সবচেয়ে শক্তিশালী ইভি ADV হতে পারে।
৭) Himalayan Mana Black Edition
Mana Pass থেকে অনুপ্রাণিত এই বিশেষ সংস্করণটি Sherpa 450 প্ল্যাটফর্মে তৈরি। কারখানা থেকেই অ্যাডভেঞ্চার-রেডি প্রিমিয়াম অ্যাকসেসরিজসহ আসছে।