scorecardresearch
 

নতুন বছরে বাড়তে চলেছে রিচার্জের মাশুল, চিন্তায় মোবাইল গ্রাহকরা

নতুন বছর আসতে আর প্রায় দেড় মাস বাকি। বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। আর্থিক প্ল্যানও তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে অনেকে। তবে আগামী বছর থকে খরচা বাড়বে আপনার। সৌজন্যে আপনার মোবাইল ফোন।

Advertisement
নতুন বছরে বাড়তে চলেছে রিচার্জের মাশুল, চিন্তায় মোবাইল গ্রাহকরা নতুন বছরে বাড়তে চলেছে রিচার্জের মাশুল, চিন্তায় মোবাইল গ্রাহকরা
হাইলাইটস
  • নতুন বছরে খরচা বাড়তে চলেছে মোবাইল গ্রাহকদের।
  • মাশুল বৃদ্ধি হতে পারে ২০% পর্যন্ত।
  • চিন্তায় মোবাইল গ্রাহকরা।


নতুন বছর আসতে আর প্রায় দেড় মাস বাকি। বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। আর্থিক প্ল্যানও তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে অনেকে। তবে আগামী বছর থকে খরচা বাড়বে আপনার। সৌজন্যে আপনার মোবাইল ফোন।

২০২১ সাল থেকে বাড়তে চলেছে আপনার মোবাইলের পিছনে খরচ। ইকোনমিক্স টাইমস- র রিপোর্ট অনুযায়ী, আগামী বছরের শুরুতেই মাশুল বৃদ্ধি করতে চলেছে কয়েকটি টেলিকম সংস্থা। তাঁর মধ্যে রয়েছে, ভোডাফোন (Vi) ও এয়ারটেল (Airtel)। যার মধ্যে ভোডাফোন (Vi) করবে ১৫-২০%  মাশুল বৃদ্ধি। সম্প্রতি ভোডাফোন ও আইডিয়া মিলে তৈরি হয়ে 'ভি' (Vi)।  শোনা যাচ্ছে, রিলায়েন্স জিও (Jio) ও এয়ারটেল -র সঙ্গে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে পড়েছে ভোডাফোন (Vi)। 

তবে এখনও পর্যন্ত ভারতী এয়ারটেল -র মাশুল পরিমাণ  জানা যায় নি। তবে, ভোডাফোন (Vi)এবং রিলায়েন্স জিও তাদের সিদ্ধান্ত জানানোর পরই এই সংস্থাও তাদের সিদ্ধান্ত জানাবে বলে খবর গেছে। রিপোর্ট থেকে আরও জানা গেছে, এই বছরের শেষেই মাশুল বৃদ্ধি করতে পারে ভোডাফোন (Vi)। তবে প্রাথমিক ভাবে  ২৫% পর্যন্ত মাশুল বৃদ্ধি হবে মনে হলেও, তুলনায় কমই বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

প্রসঙ্গত, এর আগে রিলায়েন্স Jio,ভোডাফোন (Vi) ও এয়ারটেল মাশুল বৃদ্ধি করেছিল ২০১৯ সালের ডিসেম্বরে মাসে । প্রসঙ্গত, ভোডাফোন-আইডিয়া (Vi)-র ম্যানেজিং ডিরেক্টর রবিন্দর টক্কর এর আগে এক বিবৃতিতে বলেছিলেন, সেই সময়ে 'মাশুল গ্রহণযোগ্য নয়' সেকথা। তবে তিনি এও জানিয়েচিলেন, প্রয়োজনে মাশুল বৃদ্ধি থেকে তাঁরা 'পিছপা' হবেন না।


গত জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে  প্রায় ৭০ লক্ষ নতুন গ্রাহক হয়েছে জিও-র। এয়ারটেল-র প্রায় ১ কোটি ৪০ লক্ষ গ্রাহক বৃদ্ধি হয়েছে। অন্যদিকে একই সময়কালে Vi হারিয়েছে ৮০ লক্ষ গ্রাহক। বাকি দুই বেসরকারি টেলিকম সংস্থার মতো মুকেশ আম্বানির সংস্থাও মাশুল বৃদ্ধি করে কিনা , এখন সেটাই দেখার।

Advertisement

 

Advertisement