scorecardresearch
 

Amazon-এ অবিশ্বাস্য কম দামে বিকোচ্ছে iPhone 13, রইল

গত বছর লঞ্চ হওয়া এই ফোনটির প্রারম্ভিক দাম 79,990 টাকা। তবে সেলে আপনি এটি খুব কম দামেই কিনতে পারবেন। চলুন এই সেলে স্মার্টফোনে থাকা ডিসকাউন্ট এবং অন্যান্য অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

Advertisement
iPhone 13 iPhone 13
হাইলাইটস
  • অ্যামাজনে ব্যাপক অফার
  • আইফোন ১৩-তে ব্যাপক ছাড়
  • জেনে নিন কত দাম

আপনি যদি একটি iPhone কেনার পরিকল্পনা করে করেন, তাহলে আপনার জন্য অ্যামাজন সেলে রয়েছে একটি ভাল সুযোগ। অ্যামাজনে চলছে সামার সেল, যেখানে বিভিন্ন স্মার্টফোনে ভাল ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তাই এই সেলের মাধ্যমে আপনিও সস্তায় কিনে নিতে পারেন iPhone 13। 

গত বছর লঞ্চ হওয়া এই ফোনটির প্রারম্ভিক দাম 79,990 টাকা। তবে সেলে আপনি এটি খুব কম দামেই কিনতে পারবেন। চলুন এই সেলে স্মার্টফোনে থাকা ডিসকাউন্ট এবং অন্যান্য অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

iPhone 13-এর অফার 
Apple-এর এই ডিভাইসটি গত বছরের সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে, যার প্রাথমিক দাম 79,990 টাকা। এখন ফোনটির 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি 66,900 টাকায় কেনা যাবে। আর ফোনটির 256GB স্টোরেজ ভেরিয়েন্টটির আসল দাম 89,900 টাকা হলেও এখন সেটি কেনা যাবে 79,490 টাকায়। 

হ্যান্ডসেটের 512GB স্টোরেজ ভেরিয়েন্টটি 99,490 টাকায় বিক্রি করা হচ্ছে, যার আসল দাম 1,09,990 টাকা। ফোনটি পাওয়া যাচ্ছে মিডনাইট ব্ল্যাক, প্রোডাক্ট রেড, ব্লু, অলিভ গ্রিন, পিঙ্ক এবং স্টারলাইট হোয়াইট রঙে। 

তবে কালার ভেরিয়েন্ট অনুযায়ী ফোনের দাম পরিবর্তন হতে পারে। যেমন সবুজ রঙের ভেরিয়েন্টের দাম 71,900 টাকা। অ্যামাজন সেল-এ ডিসকাউন্ট ছাড়াও, আপনি এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্টও পাচ্ছেন। ফোনটিতে 12,900 টাকার এক্সচেঞ্জ অফারও রয়েছে। এছাড়াও আপনি নো-কস্ট ইএমআই-তে হ্যান্ডসেট কিনতে পারেন।

ফিচার  কী কী? 
Apple iPhone 13-এ রয়েছে 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR OLED স্ক্রিন। তাছাড়াও রয়েছে Apple A15 Bionic চিপসেট। ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রধান লেন্স 12MP। সেকেন্ডারি লেন্সটিও 12MP। আবার সামনেও একটি 12MP সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি।

আরও পড়ুনহাইকোর্টে ভার্চুয়াল শুনানিতে চিদম্বরম, বুধবারের বিক্ষোভের জের?

Advertisement


 

Advertisement