
Apple AI Pin: স্মার্টফোনের পরবর্তী বিকল্প হিসেবে একেবারে নতুন ধরনের গ্যাজেট নিয়ে কাজ শুরু করেছে অ্যাপল। সংস্থার অন্দরমহলের সূত্রে খবর, ‘এআই পিন’ নামে একটি ছোট আকারের পরিধেয় ডিভাইস তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে টেক জায়ান্টটি। আকারে এই গ্যাজেটটি অনেকটাই AirTag-এর মতো হলেও, ফিচারের দিক থেকে তা হবে অনেক বেশি শক্তিশালী। ক্যামেরা, মাইক্রোফোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তির মাধ্যমে এই ডিভাইস ভবিষ্যতে স্মার্টফোনের বিকল্প হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জানা গিয়েছে, অ্যাপলের এই এআই পিন অ্যালুমিনিয়াম ও গ্লাসের সংমিশ্রণে তৈরি হবে। ডিভাইসটির ভিতরে থাকবে তিনটি মাইক্রোফোন, একটি স্ট্যান্ডার্ড ক্যামেরা লেন্সের পাশাপাশি একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। শব্দ শোনানোর জন্য থাকছে বিল্ট-ইন স্পিকার এবং ব্যবহারের সুবিধার জন্য দেওয়া হতে পারে ফিজিক্যাল বাটনও। তার সঙ্গে থাকছে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা, যা ডিভাইসটিকে আরও ব্যবহারবান্ধব করে তুলবে।
এই এআই পিন একেবারেই স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে। আবার প্রয়োজনে স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করেও ব্যবহার করা যাবে। অর্থাৎ, ব্যবহারকারী চাইলে ফোন ছাড়াই প্রয়োজনীয় তথ্য পাওয়া, ভয়েস কমান্ড দেওয়া বা ছবি তোলার মতো কাজ করতে পারবেন। তবে প্রকল্পটি এখনও প্রাথমিক উন্নয়ন পর্যায়ে রয়েছে। সব কিছু ঠিকঠাক এগোলে ২০২৭ সালে এই গ্যাজেট বাজারে আনতে পারে অ্যাপল।
তুলনামূলকভাবে বর্তমানে বাজারে থাকা অ্যাপলের AirTag শুধুমাত্র একটি লোকেশন ট্র্যাকিং ডিভাইস। ‘Find My’ অ্যাপের মাধ্যমে এটি হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে সাহায্য করে। AirTag-এর ব্যাটারি প্রায় এক বছর পর্যন্ত চলে এবং ভারতে এর দাম প্রায় ২,৯৯৯ টাকা। মূলত চুরি রোধ বা জিনিসপত্রের অবস্থান জানতেই এই ডিভাইস ব্যবহার করা হয়।
এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে পিছিয়ে না থাকতে গুগলের সঙ্গে হাত মিলিয়ে সিরিকে আরও শক্তিশালী করার কাজও শুরু করেছে অ্যাপল। সূত্রের দাবি, ভবিষ্যতে আইফোনে সিরি একটি চ্যাটবটের মতো কাজ করতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অ্যাপলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে সব মিলিয়ে স্পষ্ট, এআই কেন্দ্রিক ভবিষ্যতের দিকে দ্রুত পা বাড়াচ্ছে অ্যাপল।