ইয়ারবাডসেই হার্ট রেট মনিটর, করা যাবে অনুবাদও, AirPods Pro 3 লঞ্চ করল Apple

প্রতীক্ষার অবসান। তিন বছর পর ফের ইয়ারবাডস লঞ্চ করল অ্যাপল। AirPods Pro 3 এর লঞ্চের দিকে তাকিয়ে ছিলেন অনেকে। সংস্থার তরফে জানানো হয়েছে, এর ডিজাইনে আগেরগুলোর থেকে অনেক আলাদা।

Advertisement
ইয়ারবাডসেই হার্ট রেট মনিটর, করা যাবে অনুবাদও,  AirPods Pro 3 লঞ্চ করল Appleairpods pro 3
হাইলাইটস
  • তিন বছর পর ফের ইয়ারবাডস লঞ্চ করল অ্যাপল
  • কী কী ফিচার থাকবে এতে? জেনে নিন

প্রতীক্ষার অবসান। তিন বছর পর ফের ইয়ারবাডস লঞ্চ করল অ্যাপল। AirPods Pro 3 এর লঞ্চের দিকে তাকিয়ে ছিলেন অনেকে। সংস্থার তরফে জানানো হয়েছে, এর ডিজাইনে আগেরগুলোর থেকে অনেক আলাদা। সাউন্ডের কোয়ালিটি যাতে আরও উন্নতি করা যায়, সেই রকম টেকনোলজি ব্যবহার করা হয়েছে। 

লঞ্চের পর সংস্থার তরফে দাবি করা, AirPods Pro 3 তে কথা বলা বা গান শোনা আরও সহজ হবে। বাইরের শব্দ আসবে না। AirPods Pro 3 আগের জেনারেশনের ইয়ারবাডসের তুলনায় দ্বিগুণ শক্তিশালী, AirPods Pro এর চেয়ে চারগুণ। সংস্থার বানানো এটাই নাকি সবচেয়ে ভালো ও স্মুদ ইয়ারবাডস। 

অ্যাপলের CEO টিম কুক জানান, নয়া মডেলটি অনেক গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার পরই বাজারে ছাড়া হচ্ছে। এখনও পর্যন্ত অ্যাপল ইয়ারবাডসের যে অভিজ্ঞতা ইউজাররা পেয়েছেন, তার থেকেও এটি ভালো। সবথেকে উন্নত। 

একাধিক গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়েছে এই ইয়ারবাডসে। তার মধ্যে অন্যতম হল লাইভ ট্রান্সলেশন। Apple Intelligence এটি পরিচালনা করবে। ইউজাররা সহজেই এই ফিচার অ্যাক্টিভেট করতে পারবেন। এখান থেকে রিয়াল টাইম বক্তৃতা অনুবাদ করা যাবে। 

অ্যাপল এই বছরের শেষের দিকে iOS 26 এর মাধ্যমে AirPods এ অতিরিক্ত ফিচার জুড়বে। সেই আপডেটটি আসার পরে, AirPods আইফোনের জন্য ক্যামেরা রিমোট হিসেবেও কাজ করতে পারবে। তখন AirPods 4 এবং AirPods Pro 2 এ স্টুডিও-মানের অডিও সমর্থন পাওয়া যাবে। 

AirPods Pro 3 তে হার্ট রেট মনিটর ফিচার রাখা হয়েছে। একটি ওয়ার্কআউট মোডও রয়েছে। যার দ্বারা আপনার ওয়ার্কআউট সনাক্ত করা যাবে। অর্থাৎ এবার ঘড়ি ছাড়াও এয়ারপডস প্রো-তে ফিটনেস সম্পর্কে জানতে পারবেন। এতে আপনি ৫০টিরও বেশি ওয়ার্কআউট মোড ট্র্যাক করার সুবিধা পাবেন। ১৯ সেপ্টেম্বর থেকে কেনা যাবে এই ইয়ারবাডস। 

POST A COMMENT
Advertisement