Blaupunkt QLED TV: মাত্র ১০ হাজারে QLED টিভি, ৪০০ চ্যানেল ফ্রি, কোথায় কিনতে পারবেন?

ভারতের বাজারে নিজের নতুন টিভি লঞ্চ করেছে Blaupunkt নামক সংস্থা। তাদের নতুন টিভি JioTele OS-এ চলে। আর এই টিভি কম বাজেট থাকা দর্শকদের জন্য সেরার সেরা অপশন।

Advertisement
মাত্র ১০ হাজারে QLED টিভি, ৪০০ চ্যানেল ফ্রি, কোথায় কিনতে পারবেন?সস্তায় QLED TV
হাইলাইটস
  • ভারতের বাজারে নিজের নতুন টিভি লঞ্চ করেছে Blaupunkt নামক সংস্থা
  • তাদের নতুন টিভি JioTele OS-এ চলে
  • এই টিভি কম বাজেট থাকা দর্শকদের জন্য সেরার সেরা অপশন

ভারতের বাজারে নিজের নতুন টিভি লঞ্চ করেছে Blaupunkt নামক সংস্থা। তাদের নতুন টিভি JioTele OS-এ চলে। আর এই টিভি কম বাজেট থাকা দর্শকদের জন্য সেরার সেরা অপশন।

এই নতুন টিভির স্ক্রিনের সাইজ হল ৩২ ইঞ্চি। সংস্থার মতে, এই টিভিটি ভারতীয় দর্শকদের কথা মাথায় রেখেই বানান হয়েছে। 

QLED টিভি
জানলে অবাক হয়ে যাবেন, কম দামে QLED টিভি নিয়ে এসেছে এই সংস্থা। এতে রয়েছে HDR সাপোর্ট। এই টিভিতে রয়েছে ব্রেজেল লেস ডিজাইন। এর পিক ব্রাইটনেস হল ৩৫০ নিটস। তাই আর সময় নষ্ট না করে এই টিভির দাম এবং অন্যান্য ফিচার সম্পর্কে জেনে নিন। 

এর দাম কত? 
Blaupunkt HD Ready Smart TV-এর দাম মাত্র ৯৬৯৯ টাকা। আপনি ফ্লিপকার্টেই কিনতে পারবেন এই টিভিটি। আর যদি HDFC Credit Card ব্যবহার করেন, তাহলে পাবেন আরও বেশি ডিসকাউন্ট। এখানে একটা কথা বলে রাখি, আপনি Blaupunkt-এর টিভিটি অফলাইনে কিনতে পারবেন না। এটি শুধু অনলাইনেই পাবেন। 

টিভির স্পেসিফিকেশন জেনে নিন
Blaupunkt টিভিতে আপনি ৩২ ইঞ্চি HD Ready QLED Screen পাবেন। আর এই স্ক্রিনটা অনেকটাই ব্রাইট। এর পিক ব্রাইটনেস পৌঁছে যেতে পারে ৩৫০ নিটস। 

এখানেই শেষ নয়, এতে রয়েছে ব্রেজেল লেস ডিজাইন। তাই আপনি যদি একটা ছোট স্ক্রিনের টিভি চান, তাহলে এই টিভিটি কিনে ফেলতেই পারেন। 

এই টিভিতে রয়েছে ১ জিবি ব়্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। টিভিটি চলে অ্যামলোজিক প্রসেসরে।

এছাড়া এই টিভিতে পাবেন ৩৬ ওয়াটের স্পিকার। এতে রয়েছে স্ট্যান্ডার্ড, স্পোর্টস, মুভি এবং মিউজিক অডিও মোড। আর সংস্থার দাবি, এই সব মোডের মাধ্যমে ডায়লগের ক্ল্যারিটি বাড়বে। 

ফ্রি চ্যানেল
এই টিভি কিনলেই পাবেন ৪০০টি ফ্রি চ্যানেল। যার সহজ অর্থ হল আপনাকে আর কেবল লাইন নিতে হবে না। আপনাকে শুধু ইন্টারনেটের সঙ্গে টিভিটা জুড়ে দিতে হবে। তাহলেই ফ্রিতে দেখা যাবে এই সব চ্যানেল। 

Advertisement

তবে আপনি চাইলে এই টিভির মাধ্যমে কিছু OTT ব্যবহার করতে পারেন। একাধিক অ্যাপ এই টিভিতে আগে থেকেই ইনস্টল হয়ে আসে। পাশাপাশি এতে পাবেন ভয়েস কমান্ডের সুবিধা। তাই চাইলেই এই টিভি কিনতে পারেন। তবে তার আগে অবশ্যই রিভিউ দেখে নেবেন।

 

POST A COMMENT
Advertisement