BSNL: সুখবর! অবশেষে 4G লঞ্চ করছে BSNL, আগামী বছরই সম্ভবত 5G-ও

ভারতে কয়েকদিন আগেই ফাইভ জি পরিষেবা চালু হয়েছে। এয়ারটেল অনেক জায়গায় 5G পরিষেবাও দিচ্ছে। কোম্পানিগুলোর দাবি, আগামী বছর নাগাদ ভারতের বেশিরভাগ এলাকায় এই পরিষেবা পাওয়া যাবে।

Advertisement
সুখবর! অবশেষে 4G লঞ্চ করছে BSNL, আগামী বছরই সম্ভবত 5G-ওঅবশেষে 4G লঞ্চ করছে BSNL
হাইলাইটস
  • BSNL-এর 4G পরিষেবা নভেম্বর থেকে শুরু হবে
  • দেশব্যাপী ১ লাখ ২৫ হাজার ফোর জি টাওয়ার চালু করবে

ভারতে কয়েকদিন আগেই ফাইভ জি পরিষেবা চালু হয়েছে। এয়ারটেল অনেক জায়গায় 5G পরিষেবাও দিচ্ছে। কোম্পানিগুলোর দাবি, আগামী বছর নাগাদ ভারতের বেশিরভাগ এলাকায় এই পরিষেবা পাওয়া যাবে। এখানে উল্লেখযোগ্য বিষয় হল যেখানে দেশে ফাইভ জি চালু হয়ে গিয়েছে সেখানে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) ফোর জি (4G) পরিষেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যাইহোক, আগে মনে করা হয়েছিল যে BSNL-র 4G পরিষেবা ১৫ অগাস্ট চালু হবে। কিন্তু, তারপর এই লঞ্চ পিছিয়ে যায়। এখন নতুন তথ্য সামনে এসেছে। একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, BSNL-এর 4G পরিষেবা ২০২২ সালের নভেম্বর থেকে শুরু হবে।

এটাও জানা গিয়েছে যে আগামী বছরের অগাস্টে বিএসএনএল দেশে ফাইভ জি পরিষেবা দিতে শুরু করবে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে (India Mobile Congress 2022) এই তথ্য দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমকে সংস্থাটি জানিয়েছে, আগামী ১৮ মাসের মধ্যে দেশব্যাপী ১ লাখ ২৫ হাজার ফোর জি টাওয়ার চালু করবে।

আগামী নভেম্বর থেকে এটা চালু হয়ে যাবে। যদিও বিএসএনএল-র ফোর জি পরিকল্পনা সম্পর্কে কিছুই জানা যায়নি। এটাও জানা যায়নি যে তাদের পরিষেবা বেসরকারি টেলিকম সংস্থাগুলির চেয়ে সস্তায় পাওয়া যাবে কি না।

ফোর জি নেটওয়ার্কের জন্য বিএসএনএল বর্তমানে টিসিএস ও সি-ডট-র সঙ্গে কথা চালাচ্ছে। বিএসএনএল দেশীয় প্রযুক্তির ওপর নির্ভর করতে চাইছে। ফোর জি প্রযুক্তির জন্য কেনা যন্ত্রাংশ পরে ফাইভ জি-র ক্ষেত্রেও ব্যবহার করা হবে। ফাইভ জি পরিষেবার জন্য এয়ারওয়েভ লাইসেন্স হাতে পেলেই আগামী প্রজন্মের ফোর জি নেটওয়ার্ক চালু করে দেবে বিএসএনএল। অর্থাৎ আগে ফোর জি চালু করা হবে, এরপরে ধাপে ধাপে চালু হবে ফাইভ জি।

প্রাথমিক ভাবে দেশের মেট্রো শহরগুলিতে ফাইভ জি পরিষেবা পাওয়া যাবে। এরপর অন্য শহরেও তা চালু হবে। রিলায়েন্স জিও (Reliance Jio) জানিয়েছে যে তারা ধাপে ধাপে গোটা ভারতে পরিষেবা দেবে। কালীপুজোর (Diwali 2022) সময় দেশের চারটি বড় শহর-কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে ফাইভ জি পরিষেবা পাওয়া যাবে। এখন প্রশ্ন, অন্য শহরে কবে থেকে পরিষেবা পাওয়া যাবে? জিও জানিয়েছে যে ২০২৩ সালের শেষে সারা ভারতের তারা পরিষেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। তাই আপনি যদি দেশের চার মেট্রো শহরের বাসিন্দা না হন, তবে ফাইভ জি পরিষেবা পাওয়ার জন্য আপনাকে বেশ কয়েকমাস অপেক্ষা করতে হবে। এমনকী, এই চারটি বড় শহরের সব অংশেও উন্নত টেলিকম পরিষেবা পাওয়া যাবে না।

Advertisement

এয়ারটেলও (Airtel) তাদের পরিকল্পনার কথা জানিয়েছে। তারা ফোর জি পরিষেবার পরিকাঠামো থাকা এলাকাতেই ফাইভ জি পরিষেবা দিতে শুরু করেছে। আপাতত দিল্লি, বারাণসী-সহ দেশের আট শহরে পাওয়া যাবে এয়ারটেলের ফাইভ জি পরিষেবা। তবে, ২০২৪ সালের মার্চে সারা ভারতে পরিষেবা পাওয়া যাবে।

অন্যদিকে, ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) এই বিষয়ে এখনও তাদের পরিকল্পনার কথা জানায়নি। জানা গিয়েছে, ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী তারা পরিষেবা দিতে শুরু করবে। যদিও টেলিকম পরিষেবা দেওয়ার লড়াইয়ে ভিআই-কে থাকতে হয়, তবে তাদেরও অন্যদের মতো পরিষেবা দিতে হবে।

 

POST A COMMENT
Advertisement