scorecardresearch
 

Accident-Prone Car Colours: এই রঙের গাড়িতেই দুর্ঘটনা হয় সবচেয়ে বেশি! বলছে সমীক্ষা

Accident Prone Car Colours: কোন রঙের গাড়ি কিনবেন, সেই নিয়ে ভাবতে শুরু করেন। অনেকের পছন্দ উজ্জল লাল, নীলের মতো রঙ। আবার অনেকে খুব রঙচঙে গাড়ি পছন্দ করেন না। কালো, সিলভার বা সাদাই তাঁদের পছন্দ। অন্যদিকে অনেকে একটু সাহসী হন। তাঁরা উজ্জল গেরুয়া, হলুদ রঙের গাড়ি কেনেন। 

Advertisement
Accident Car Accident Car
হাইলাইটস
  • কিছু বিশেষ রঙের গাড়িই বেশি দুর্ঘটনায় পড়ে। আবার একইভাবে নির্দিষ্ট একটি রঙের গাড়িতে দুর্ঘটনা কম ঘটে।
  • কোনও সাধারণ ধারণা নয়। রীতিমতো দুর্ঘটনায় পড়া গাড়ির পরিসংখ্যান হিসাব করেই এই তথ্য মিলেছে।
  • সমীক্ষা অনুযায়ী কোন রঙের গাড়িতে দুর্ঘটনা বেশি ঘটে? আসুন জেনে নেওয়া যাক এক নজরে।

Accident Prone Car Colours: গাড়ি কেনার সময়ে প্রথমে ক্রেতারা বাজেট অনুযায়ী মডেল বেছে নেন। তারপর কোন রঙের গাড়ি কিনবেন, সেই নিয়ে ভাবতে শুরু করেন। অনেকের পছন্দ উজ্জল লাল, নীলের মতো রঙ। আবার অনেকে খুব রঙচঙে গাড়ি পছন্দ করেন না। কালো, সিলভার বা সাদাই তাঁদের পছন্দ। অন্যদিকে অনেকে একটু সাহসী হন। তাঁরা উজ্জল গেরুয়া, হলুদ রঙের গাড়ি কেনেন। 

কিন্তু আপনি কি জানেন, কিছু বিশেষ রঙের গাড়িই বেশি দুর্ঘটনায় পড়ে। আবার একইভাবে নির্দিষ্ট একটি রঙের গাড়িতে দুর্ঘটনা কম ঘটে। না কোনও সাধারণ ধারণা নয়। রীতিমতো দুর্ঘটনায় পড়া গাড়ির পরিসংখ্যান হিসাব করেই এই তথ্য মিলেছে। 'মানি সুপার মার্কেটে' প্রকাশিত সমীক্ষা অনুযায়ী কোন রঙের গাড়িতে দুর্ঘটনা বেশি ঘটে? আসুন জেনে নেওয়া যাক এক নজরে।

কোন গাড়ির দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি?

আরও পড়ুন

মোনাশ বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের সমীক্ষা অনুযায়ী, কালো রঙের গাড়িতে দুর্ঘটনার সম্ভাবনা সবচেয়ে বেশি। 
তারপরেই রয়েছে ধূসর(গ্রে) ও রুপালি(সিলভার) রঙের গাড়ি। 

কালো রঙের গাড়িতেই দুর্ঘটনা বেশি
চকচকে কালো গাড়ি। সত্যি বলতে সিডান বা SUV-তে কালো রঙ বেশ ভাল লাগে। অনেকেই 'ব্যাক লাভার' আছেন। আর সেই কারণে গাড়ি কেনার সময়ে কালোটাই অগ্রাধিকারে রাখেন তাঁরা। কিন্তু পরিসংখ্যান বলছে, কালো রঙের গাড়িতেই দুর্ঘটনার সম্ভাবনা সবচেয়ে বেশি। দুর্ঘটনায় পড়া গাড়ির মধ্যে প্রায় ৪৭%-ই কালো। এর পরেই রয়েছে নীল, লাল এবং সবুজ গাড়ি।

কিন্তু এর পিছনে কারণ কী?
সমীক্ষকদের মতে, কালো রঙের গাড়ি তুলনামূলকভাবে কম চোখে পড়ে। বিশেষত রাতে হেডলাইটের আলোয় কালো গাড়ি চট করে চোখে পড়ে না। কুয়াশাচ্ছন্ন রাস্তাতেও কালো, ধূসর, সিলভার গাড়ি দ্রুত নজরে আসে না। সেই কারণে কালো গাড়িতে দুর্ঘটনার সম্ভাবনা বেশি হয়। 

Advertisement

কোন রঙের গাড়িতে দুর্ঘটনা কম হয়?
সাদা রঙের গাড়িতে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটে। কারণ সাদা গাড়ি সবচেয়ে সহজে চোখে পড়ে। রাতের অন্ধকারেও গাড়ির হেডলাইটের আলোয় সাদা গাড়ি বেশি নজর কাড়ে। এরপরেই রয়েছে হলুদ, কমলা ও সোনালি। অর্থাত্ উজ্জল, হালকা রঙের গাড়ি খুব সহজে নজরে পড়ে যায়। সেই কারণেই এই রঙের গাড়িতে দুর্ঘটনার সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকে। 

রাস্তায় অন্য গাড়ির চালকদের সাদা, হলুদ, কমলা রঙের গাড়ি সহজে নজর কাড়ে। ফলে দুর্ঘটনার সম্ভাবনা কম থাকে। 

Advertisement