Elon Musk Resignation: Twitter-এর CEO পদ থেকে ইস্তফার ঘোষণা মাস্কের, এরপর কে?

Elon Musk Resignation: ট্যুইটারের সিইও পদ থেকে ইস্তফার ঘোষণা করলেন এলন মাস্ক। পরবর্তী সিইও কে হচ্ছেন সেই ঘোষণা করে দেন মাস্ক। তিনি বলেন, ট্যুইটারের জন্য নতুন একজন সিইও নির্বাচন করা হয়েছে। শীঘ্রই এই পদটি গ্রহণ করবেন তিনি।' তবে তিনি কে হতে পারেন তা এখনও ঘোষণা করেননি মাস্ক।

Advertisement
Twitter-এর CEO পদ থেকে ইস্তফার ঘোষণা মাস্কের, এরপর কে?এলন মাস্ক
হাইলাইটস
  • ট্যুইটারের সিইও পদ থেকে ইস্তফার ঘোষণা করলেন এলন মাস্ক

Elon Musk Resignation: ট্যুইটারের (Twitter) সিইও পদ থেকে ইস্তফার ঘোষণা করলেন এলন মাস্ক (Elon Musk)। পরবর্তী সিইও-র ঘোষণা করে দেন মাস্ক। তিনি বলেন, ট্যুইটারের জন্য নতুন একজন সিইও নির্বাচন করা হয়েছে। শীঘ্রই এই পদটি গ্রহণ করবেন তিনি।' তবে তিনি কে হতে পারেন তা এখনও ঘোষণা করেননি মাস্ক। তবে মনে করা হচ্ছে মহিলা সিইও পেতে চলেছে ট্যুইটার।

এদিন মাস্ক ট্যুইট করে ঘোষণা করেন, 'ট্যুইটারের জন্য একজন নতুন সিইও নির্বাচন করেছেন বলে ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত। আগামী ছয় সপ্তাহের মধ্যে তিনি দায়িত্ব নেবেন। পদত্যাগের পর, আমার দায়িত্ব হবে নির্বাহী সভাপতি এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তার।'

ট্যুইটারের নিয়ম বদল
এলন মাস্ক গত মাসের শেষের দিকে ট্যুইট করে ব্যবহারকারীদের একটি বড় সংকেত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ব্যবহারকারীদের প্রতিটি লেখার ভিত্তিতে ফি দিতে হবে। ব্যবহারকারীরা যদি মাসিক সাবস্ক্রিপশনের জন্য সাইন আপ না করেন তবে লেখাটি পড়ার জন্য তাদের আরও বেশি অর্থ প্রদান করতে হবে।

এর আগে, মাস্ক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ব্লু টিক অপসারণের ঘোষণা করেছিলেন। যা নিয়ে শোরগোল পড়ে যায়। মাস্ক জানান, ব্যবহারকারীরা ব্লু টিকের জন্য অর্থ প্রদান করেন না তারা ব্লু টিক পাবেন না। এরপর এলন মাস্ক ১২ এপ্রিল ব্লু টিক নিয়ে একটি ট্যুইট করেছিলেন। এতে তিনি জানান, ২০ এপ্রিল থেকে ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে লিগ্যাসি ব্লু টিক চিহ্ন মুছে ফেলা হবে। লিগ্যাসি ব্লু চেকমার্ক ২০ এপ্রিল থেকে সরানো হবে। মাস্ক আগেই ঘোষণা করেছিলেন, যদি ব্লু টিক বাঁচাটে হয় তবে এর জন্য মাসিক চার্জ দিতে হবে।

POST A COMMENT
Advertisement