Elon Musk: আগামী ৫ থেকে ১০ বছরেই পরমাণু যুদ্ধ? বড় দাবি ইলন মাস্কের

নিজের মনের কথা বলতে ভয় পান না এলন মাস্ক। আর সেটা তিনি আরও একবার প্রমাণ করলেন। তিনি সকলের সামনেই জানালেন, একটা বিরাট দ্বন্দ্বের মধ্যে পড়তে চলেছে পৃথিবী। যার ফলে বড় যুদ্ধ হতে পারে ৫ থেকে ১০ বছরের মধ্যেই। আর সেই যুদ্ধে যে পরমাণু অস্ত্র ব্যবহার হতে পারে, সেটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement
আগামী ৫ থেকে ১০ বছরেই পরমাণু যুদ্ধ? বড় দাবি ইলন মাস্কেরইলন মাস্ক
হাইলাইটস
  • নিজের মনের কথা বলতে ভয় পান না এলন মাস্ক
  • একটা বিরাট দ্বন্দ্বের মধ্যে পড়তে চলেছে পৃথিবী
  • যার ফলে বড় যুদ্ধ হতে পারে ৫ থেকে ১০ বছরের মধ্যেই

নিজের মনের কথা বলতে ভয় পান না এলন মাস্ক। আর সেটা তিনি আরও একবার প্রমাণ করলেন। তিনি সকলের সামনেই জানালেন, একটা বিরাট দ্বন্দ্বের মধ্যে পড়তে চলেছে পৃথিবী। যার ফলে বড় যুদ্ধ হতে পারে ৫ থেকে ১০ বছরের মধ্যেই। আর সেই যুদ্ধে যে পরমাণু অস্ত্র ব্যবহার হতে পারে, সেটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

আসলে হান্টার অ্যাশ নামে এক্স ব্যবহারকারী দাবি করেছিলেন, যুদ্ধের কোনও বাহ্যিক হুমকি না থাকায় বিশ্বজুড়ে সরকারগুলি ঠিকমতো কাজ করছে না।

সেই ব্যবহারকারী লিখেছেন, 'সরকারগুলি এখন চুষছে। কারণ, পারমাণবিক অস্ত্রগুলি বড় শক্তিধর দেশগুলির মধ্যে যুদ্ধ বা এমনকী যুদ্ধের হুমকির মুখে বাধা হয়ে দাঁড়ায়৷ তাই সরকারগুলিকে উপর কোনও বাইরের চাপ নেই।'

এই ব্যবহারকারীর কথার উত্তর দিয়েছেন ইলন মাস্ক। এই বিলিয়নিয়ার সহজভাবে জানিয়েছেন যে, বড় যুদ্ধ ঘটতে চলেছে।

এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন কখন হবে যুদ্ধ? মাস্কের মতে, ২০৩০ সালের মধ্যেই এটা হতে পারে। তিনি বলেছেন, 'যুদ্ধ অনিবার্য। ৫ বছর বা সর্বাধিক ১০ বছর।' অর্থাৎ খুব তাড়াতাড়িই যুদ্ধের আশঙ্কা করছেন তিনি।

যাই হোক, এলন মাস্ক তার মন্তব্যের বিষয়ে নির্দিষ্ট বা বিস্তারিত কিছুই খোলসা করেননি। তিনি X-এর ব্যবহারকারীদের এই বিষয়ে দ্বন্দ্বে রেখে গিয়েছেন। এমনকী সরাসরি পরমাণু যুদ্ধের কথাও বলেননি। তবে তিনি বড় যুদ্ধের কথা ঘোষণা করাতেই অনেকে ভাবছেন যে তিনি আকারে ইঙ্গিতে পরমাণু যুদ্ধের কথাই বলেছেন।

অনেকেই মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে সব সরকার এবং মানুষকে সতর্ক করছেন মাস্ক। তবে ব্যাখ্যা করে কিছু বলতে চাইছেন না।

কিন্তু মাস্ক কোনও যাতা ব্যক্তি নন। তিনি নিজের দূরদৃষ্টির জন্য বিখ্যাত। তাই তাঁর মন্তব্যটি আলাদা করে সামনে এসেছে।

X-এর কিছু ব্যবহারকারী মাস্কের AI চ্যাটবট Grok থেকে এই মন্তব্যের একটি ব্যাখ্যা পাওয়ার চেষ্টা করেছিল। চ্যাটবটটি ইউরোপে সম্ভাব্য অভিবাসন সংকট এবং বিশ্বব্যাপী সংঘাতের হুমকি সহ বিশ্বব্যবস্থা নিয়ে আগের কিছু বিবৃতি তুলে ধরে।

Advertisement

গ্রোক লিখেছে, 'ইলন এই পোস্টে কোনও পার্টি বা কারণ উল্লেখ করেননি। তার অতীতের বিবৃতি থেকে বোঝা যায়, তিনি গণ অভিবাসন এবং পরিচয়ের রাজনীতির কারণে ইউরোপ এবং ব্রিটেনে সম্ভাব্য গৃহযুদ্ধের বিষয়ে সতর্ক করেছেন। পাশাপাশি তাইওয়ান নিয়ে মার্কিন-চীনের মধ্যে সংঘাত বা ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মতো পরিস্থিতির কথাও জানিয়ে রেখেছেন।'

POST A COMMENT
Advertisement