TVS Orbiter Electric Scooter: ভারতের দু'চাকার বাজারে নতুন চমক আনল টিভিএস মোটর কোম্পানি। তারা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে নতুন ইলেকট্রিক স্কুটার টিভিএস অরবিটার (TVS Orbiter)। দাম রাখা হয়েছে অনেক কম। শুরু মাত্র ৯৯,৯০০ (এক্স-শোরুম)।
কেমন এই নতুন স্কুটার?
অরবিটার দেখতে বেশ আলাদা। ডিজাইন বক্সী ও ফিউচারিস্টিক। কোম্পানি জানিয়েছে, এর অ্যারোডাইনামিক ডিজাইন ১০% বেশি রেঞ্জ দিতে সাহায্য করে।
এতে রয়েছে: LED হেডল্যাম্প ভাইজারসহ। রঙিন LCD ডিসপ্লে (কল ও মেসেজ নোটিফিকেশন দেখা যাবে)।
সংযুক্ত মোবাইল অ্যাপ
স্কুটারের সিট ৮৪৫ মিমি লম্বা, তাই চালক ও পেছনে বসা দুজনেরই আরামদায়ক যাত্রা সম্ভব। ২৯০ মিমি ফুটবোর্ডে পর্যাপ্ত লেগরুমও রয়েছে। আন্ডার-সিট স্টোরেজ ৩৪ লিটার, যেখানে সহজে দুটো হেলমেট রাখা যাবে।
ব্যাটারি ও রেঞ্জ
৩.১ kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক
এক চার্জে সর্বোচ্চ ১৫৮ কিমি পর্যন্ত রেঞ্জ
ব্যাটারি IP67 রেটেড, মানে ধুলো, জল বা সূর্যের আলোতে সুরক্ষিত
১৪ ইঞ্চি বড় চাকা, তাই খারাপ রাস্তাতেও সহজে চলবে
নিরাপত্তা ও প্রযুক্তি
অরবিটারে আধুনিক অনেক ফিচার দেওয়া হয়েছে:
দুর্ঘটনা বা স্কুটার পড়ে গেলে সঙ্গে সঙ্গে মোবাইলে সতর্কবার্তা
চুরি প্রতিরোধ ব্যবস্থা, জিও-ফেন্সিং, লাইভ লোকেশন ট্র্যাকিং
ক্রুজ কন্ট্রোল (প্রথমবার এই সেগমেন্টে)
হিল-হোল্ড ফিচার (ঢালে গাড়ি পিছলে যাবে না)
ওভার-দ্য-এয়ার আপডেট
ইকো ও পাওয়ার, দুটি রাইডিং মোড
রঙ ও বুকিং
টিভিএস অরবিটার বাজারে এসেছে মোট ৬টি রঙে-
নিয়ন সানবার্স্ট, স্ট্র্যাটোস ব্লু, লুনার গ্রে, স্টেলার সিলভার, কসমিক টাইটানিয়াম ও মার্শিয়ান কপার।
বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে টিভিএসের অফিসিয়াল ওয়েবসাইট ও অনুমোদিত ডিলারশিপে।
প্রতিযোগিতা কাদের সঙ্গে?
এই স্কুটার এখন সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে বাজাজ চেতক, ওলা ইলেকট্রিক, হিরো ভিদা ও অ্যাথার এনার্জি-র মডেলগুলির সঙ্গে।