স্কুটারের বাজারে ধামাকা, TVS-এর সস্তার Orbiter লঞ্চ হল, দাম কত?

ভারতের দু'চাকার বাজারে নতুন চমক আনল টিভিএস মোটর কোম্পানি। তারা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে নতুন ইলেকট্রিক স্কুটার টিভিএস অরবিটার (TVS Orbiter)। দাম রাখা হয়েছে অনেক কম। শুরু মাত্র ৯৯,৯০০ (এক্স-শোরুম)।

Advertisement
 স্কুটারের বাজারে ধামাকা, TVS-এর সস্তার Orbiter লঞ্চ হল, দাম কত?টিভিএসের নতুন স্কুটার।-ফাইল ছবি
হাইলাইটস
  • ভারতের দু'চাকার বাজারে নতুন চমক আনল টিভিএস মোটর কোম্পানি।
  • তারা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে নতুন ইলেকট্রিক স্কুটার টিভিএস অরবিটার (TVS Orbiter)।

TVS Orbiter Electric Scooter: ভারতের দু'চাকার বাজারে নতুন চমক আনল টিভিএস মোটর কোম্পানি। তারা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে নতুন ইলেকট্রিক স্কুটার টিভিএস অরবিটার (TVS Orbiter)। দাম রাখা হয়েছে অনেক কম। শুরু মাত্র ৯৯,৯০০ (এক্স-শোরুম)।

কেমন এই নতুন স্কুটার?
অরবিটার দেখতে বেশ আলাদা। ডিজাইন বক্সী ও ফিউচারিস্টিক। কোম্পানি জানিয়েছে, এর অ্যারোডাইনামিক ডিজাইন ১০% বেশি রেঞ্জ দিতে সাহায্য করে।
এতে রয়েছে: LED হেডল্যাম্প ভাইজারসহ। রঙিন LCD ডিসপ্লে (কল ও মেসেজ নোটিফিকেশন দেখা যাবে)। 

সংযুক্ত মোবাইল অ্যাপ
স্কুটারের সিট ৮৪৫ মিমি লম্বা, তাই চালক ও পেছনে বসা দুজনেরই আরামদায়ক যাত্রা সম্ভব। ২৯০ মিমি ফুটবোর্ডে পর্যাপ্ত লেগরুমও রয়েছে। আন্ডার-সিট স্টোরেজ ৩৪ লিটার, যেখানে সহজে দুটো হেলমেট রাখা যাবে।

ব্যাটারি ও রেঞ্জ
৩.১ kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক
এক চার্জে সর্বোচ্চ ১৫৮ কিমি পর্যন্ত রেঞ্জ
ব্যাটারি IP67 রেটেড, মানে ধুলো, জল বা সূর্যের আলোতে সুরক্ষিত
১৪ ইঞ্চি বড় চাকা, তাই খারাপ রাস্তাতেও সহজে চলবে

নিরাপত্তা ও প্রযুক্তি
অরবিটারে আধুনিক অনেক ফিচার দেওয়া হয়েছে:
দুর্ঘটনা বা স্কুটার পড়ে গেলে সঙ্গে সঙ্গে মোবাইলে সতর্কবার্তা
চুরি প্রতিরোধ ব্যবস্থা, জিও-ফেন্সিং, লাইভ লোকেশন ট্র্যাকিং
ক্রুজ কন্ট্রোল (প্রথমবার এই সেগমেন্টে)
হিল-হোল্ড ফিচার (ঢালে গাড়ি পিছলে যাবে না)
ওভার-দ্য-এয়ার আপডেট
ইকো ও পাওয়ার, দুটি রাইডিং মোড

রঙ ও বুকিং
টিভিএস অরবিটার বাজারে এসেছে মোট ৬টি রঙে-
নিয়ন সানবার্স্ট, স্ট্র্যাটোস ব্লু, লুনার গ্রে, স্টেলার সিলভার, কসমিক টাইটানিয়াম ও মার্শিয়ান কপার।
বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে টিভিএসের অফিসিয়াল ওয়েবসাইট ও অনুমোদিত ডিলারশিপে।

প্রতিযোগিতা কাদের সঙ্গে?
এই স্কুটার এখন সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে বাজাজ চেতক, ওলা ইলেকট্রিক, হিরো ভিদা ও অ্যাথার এনার্জি-র মডেলগুলির সঙ্গে।

 

POST A COMMENT
Advertisement