Email Address বদলানো যাবে Gmail-এ, বড় আপডেট আনছে Google

বহু অপেক্ষার পর অবশেষে সুখবর দিতে চলেছে Gmail। আর এটা প্রথমবারের জন্য হতে চলেছে। কারণ, এতদিন পর্যন্ত একবার Gmail অ্যাকাউন্ট তৈরি করার পর আর তা পরিবর্তন করা যেত না। আর সেই পরিস্থিতিরই এখন পরিবর্তন হতে চলেছে বলে খবর। আর সারা পৃথিবীতে ভারতীয়রাই এই সুবিধা প্রথমবারের জন্য পেতে চলেছেন বলে খবর। এখন দেখার কত তাড়াতাড়ি গুগল এই পরিষেবা নিয়ে আসে।

Advertisement
Email Address বদলানো যাবে Gmail-এ, বড় আপডেট আনছে GoogleGmail
হাইলাইটস
  • বহু অপেক্ষার পর অবশেষে সুখবর দিতে চলেছে Gmail
  • এটা প্রথমবারের জন্য হতে চলেছে
  • একবার Gmail অ্যাকাউন্ট তৈরি করার পর আর তা পরিবর্তন করা যেত না

বহু অপেক্ষার পর অবশেষে সুখবর দিতে চলেছে Gmail। আর এটা প্রথমবারের জন্য হতে চলেছে। কারণ, এতদিন পর্যন্ত একবার Gmail অ্যাকাউন্ট তৈরি করার পর আর তা পরিবর্তন করা যেত না। আর সেই পরিস্থিতিরই এখন পরিবর্তন হতে চলেছে বলে খবর। আর সারা পৃথিবীতে ভারতীয়রাই এই সুবিধা প্রথমবারের জন্য পেতে চলেছেন বলে খবর। এখন দেখার কত তাড়াতাড়ি গুগল এই পরিষেবা নিয়ে আসে।

এই সম্পর্কে একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে গুগল সাপোর্ট পেজে। সেখান থেকে জানা গিয়েছে যে একটা নতুন ফিচার ধীরে ধীরে আনা হচ্ছে। এই পেজের মতে, গুগল এবার ইমেল অ্যাড্রেস পরিবর্তন করার বিকল্প দেবে। এমনকী ইমেল আইডি-এর শেষে @gmail.com থাকলেও করা যাবে অ্যাড্রেস চেঞ্জ। আর এটা অবশ্যই গুগলের বিরাট পদক্ষেপ। কারণ, এতদিন পর্যন্ত তারা একবার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর ইমেইল অ্যাড্রেস পরিবর্তন করতে দিত না। আর সেটাই এখন করা যাবে। যার ফলে আদতে সুবিধা হবে ব্যবহারকারীদের।

সেই পেজে আরও জানান হয়েছে যে নতুন প্রক্রিয়াটা শুধু হিন্দিতেই দেখা যাবে। যার ফলে অনেকেই মনে করছেন যে ভারতেই প্রথম এই ফিচার মিলবে। সেটাও অবশ্যই একটা সুখবর।

নতুন ইমেলেও মিলবে পুরনো মেল

অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে, অ্যাড্রেস বদলে ফেলার পর পুরনো ইমেইলগুলির কী হবে? আর সেই উত্তরটাও মিলেছে পেজটি থেকে। সেখানে বলা হয়েছে, পুরনো সব মেইল পাওয়া যাবে। পাশাপাশি পুরনো এবং নতুন, দুই অ্যাকাউন্টেই মিলবে মেইল। পাশাপাশি মেইলে থাকা ছবি, মেসেজ এবং অন্যান্য তথ্যও অক্ষত থাকবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা একই থাকল। শুধু বদলে গেল ইমেইল অ্যাড্রেসটা। এটাই সহজ হিসেব।

তবে মাথায় রাখতে হবে, একবার এই অ্যাকাউন্ট অ্যাড্রেস চেঞ্জ করার পর ১২ মাস সেটা নিয়েই চলতে হবে। এই সময় অ্যাড্রেসটা বদল করা যাবে না। এমনকী ডিলিট করাও চলবে না। যদিও এই সময়ের পর আপনি আবার পুরনো অ্যাড্রেসটা বদলে ফেলতে পারবেন। এছাড়া সারাজীবনে কতবার এই বদলটা করা যাবে, সেটিও ঠিক করে দিতে পারে বলে জানা গিয়েছে।

Advertisement

কীভাবে করবেন?

সেটা এখনও খোলসা করেনি Gmail। তবে এই পরিবর্তনের জন্য My Account সেকশনে যেতে হবে। তারপরই চেঞ্জটা করা যাবে বলে জানা যাচ্ছে।

POST A COMMENT
Advertisement