Hero MotoCorp-এর সবচেয়ে বেশি বিক্রিত মোটরবাইকগুলির মধ্যে অন্যতম Splendor। ভারতের রাস্তায় Splendor-এর চাহিদা ব্যাপক। কম টাকায় টেকসই বাইক। এহেন Splendor এবার আসছে ইলেক্ট্রিক ভার্সানে। ভারতের বাজারে আসছে Splendor EV। পেট্রোলের যে হারে দাম বাড়ছে, তাতে Splendor EV-র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন বাইকপ্রেমীরা।
ভারতের সবচেয়ে জনপ্রিয় মোটরবাইক Hero Splendor-এর ইলেক্ট্রিক বাইক সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালের সেপ্টেম্বর মাসে বাজারে চলে আসবে। Hero Splendor EV-এর সবচেয়ে দুর্দান্ত বিষয়টি হল মাইলেজ। জানা যাচ্ছে একবার চার্জ দিলে ১৬৯ কিমি চলতে পারে।
Hero Splendor EV-র দাম কত হবে-সর্বোচ্চ স্পিড?
Hero Splendor EV-র বুকিং শীঘ্রই শুরু হয়ে যাবে। দাম শুরু হচ্ছে ১ লক্ষ ১০ হাজার টাকা থেকে থেকে দেড় লক্ষ টাকার মধ্যে। ভারতে এক্স-শোরুম দাম পড়তে পারে ১ লক্ষ থেকে ১ লক্ষ ২০ হাজারের মধ্যে সর্বনিম্ন। তিন ভাবে চালানো যাবে। ইকো, নর্মাল ও স্পোর্ট মোডে।
Hero Splendor EV-র কী কী বৈশিষ্ট?
Hero Splendor-এর ক্লাসিক লুকই রাখা হয়েছে এই বাইকে। থাকছে LED লাইট, টেইল ল্যাম্প, ইন্ডিকেটর আরও উজ্জ্বল। পুরোপুরি ডিজিটাল ডিসপ্লে থাকতে পারে, যেখানে স্পিডোমিটার, ব্যাটারির চার্জ শতাংশ, রেঞ্জ অনুমান এবং স্মার্টফোন কানেক্টিভিটি (নেভিগেশন ও নোটিফিকেশনসহ) থাকবে। ইভি ভার্সন সম্ভবত হালকা কিন্তু মজবুত ফ্রেমে তৈরি হবে, যা ভাল হ্যান্ডলিং, আরামদায়ক রাইড এবং বেশি এনার্জি সাশ্রয় নিশ্চিত করবে। হিরো নতুন রঙের অপশন, স্টাইলিশ অ্যালয় হুইল এবং এরোডাইনামিক বডি প্যানেল যুক্ত করতে পারে, যা গাড়িটিকে আরও আকর্ষণীয় করবে। রিজেনারেটিভ ব্রেকিং, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম (CBS) এবং LED লাইটিং থাকতে পারে, যা দৃশ্যমানতা ও সুরক্ষা বাড়াবে। দ্রুত চার্জিংয়ের সুবিধা থাকতে পারে, যাতে কম সময়ে চার্জ হয়ে যায় এবং দৈনন্দিন যাতায়াতে সুবিধা হয়।
এছাড়াও থাকছে লিথিয়াম আয়ন ব্যাটারি, যা একবার চার্জে দেড়শো কিমি পর্যন্ত চলতে পারে। ২ ঘণ্টার মধ্যেই পুরো চার্জড হয়ে যাবে। ১ ঘণ্টায় ৮০ শতাংশ চার্জ হয়ে যেতে পারে ফাস্ট চার্জিংয়ে। বাড়িতে চার্জ দিলে ৩ থেকে ৪ ঘণ্টায় ফুল চার্জ। থাকছে ব্লুটুথ, জিপিএস ট্র্যাকিং, অ্যান্টি-থেফ্ট অ্যালার্ট (অর্থাত্ কেউ চুরি করতে গেলেই, বাইকের মালিককে অ্যালার্ট করে দেবে)।
Hero Splendor EV কী কী ভ্যারিটেন্টে মিলবে ও কোন ভ্যারিয়েন্টের কীরকম দাম হবে?
হিরো স্প্লেন্ডর EV সম্ভাব্য ভ্যারিয়েন্ট ও ফিচার
মডেল ব্যাটারি ও রেঞ্জ প্রধান ফিচার সম্ভাব্য দাম (এক্স-শোরুম)
Splendor EV Standard ৩ kWh, ১২০ কিমি রেঞ্জ LED লাইট, ডিজিটাল ডিসপ্লে, স্ট্যান্ডার্ড চার্জিং ১ লাখ টাকা।
Splendor EV Pro ৩.৫ kWh, ১৪০ কিমি রেঞ্জ ফাস্ট চার্জিং, ব্লুটুথ কানেক্টিভিটি, অ্যালয় হুইল ১ লক্ষ ১০ হাজার টাকা।
Splendor EV Plus ৪ kWh, ১৫০-এর বেশি কিমি রেঞ্জ এক্সট্রা রাইডিং মোড, GPS ট্র্যাকিং, প্রিমিয়াম ডিজাইন। দাম হতে পারে ১ লক্ষ টাকা থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা।
কোন কোন রঙের Splendor EV?
এই বাইকটি কালো, লাল, নীল, সিলভার, কালো-লাল-নী-সিলভারের মিশেল-- এই সব রঙে পাওয়া যাবে।
Hero Splendor EV কিনতে চাইলে কীভাবে অনলাইনে বুক করবেন?
Hero MotoCor-এর ওয়েবসাইটেই বুক করা যাবে। সেখানে একটি পেজ পাবেন, হিরো ইলেক্ট্রিক। সেখানে ক্লিক করলে Splendor EV মডেলের পৃথক পেজ খুলে যাবে। লঞ্চ হওয়ার পরে ওই পেজেই গাড়িটি বুক করতে পারবেন। ইউপিআই-এর মাধ্যমে বুকিংয়ের টাকা দেওয়া যাবে, ৫ থেকে ১০ হাজার টাকা। এছাড়াও নেট ব্যাঙ্কিং, ক্রেডিট ও ডেবিট কার্ডে বুক করা যাবে। বুকিংয়ের পর একটি এসএমএস বা মেল পাবেন, বুকিং নিশ্চিত হওয়ার। কতদিনে ডেলিভারি পাবেন, তাও ট্র্যাক করা যাবে। এছাড়াও আপনি সরাসরি ডিলারের কাছেও কিনতে পারেন।