
স্কুটারটির সর্বোচ্চ গতি ৭০ কিমি/ঘণ্টা।Hero Vida VX2 Go: দাম মাত্র ৬০ হাজার টাকা থেকে শুরু(এক্স শোরুম)। তারপর কিলোমিটার প্রতি ৯০ পয়সা দক্ষিণা। এক চার্জে যাবে ১০০ কিলোমিটার। এমনই স্কুটার দিয়ে বাজিমাত করল হিরো মোটরকর্প। ভারতে ইলেকট্রিক স্কুটারের বাজার বাড়ছে। ব্যাটারি পারফরম্যান্স বাড়ার সঙ্গে সঙ্গে EV র প্রতি ভরসা বাড়ছে আমজনতার। সেই বাজার মাথায় রেখেই, VIDA Evooter VX2 স্কুটারের নতুন ভার্সান আনল হিরো মোটোকর্প। নতুন ভ্যারিয়েন্টে ৩.৪ kWh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। নতুন ভার্সানের নাম VX2 Go। সবচেয়ে বড় বিষয়টি হল, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির হাত দিয়ে এই নতুন ই স্কুটার লঞ্চ করিয়েছে হিরো।

VIDA Evooter VX2 এর মেন ভার্সানটাও খুব একটা পুরনো নয়। চলতি বছরের জুলাই মাসেই লঞ্চ হয়েছিল। ইতিমধ্যেই বেশ ভাল বিক্রিবাটা হয়েছে। সেটা দেখেই রেঞ্জ বাড়ানোয় জোর দিয়েছে হিরো। সেই সঙ্গে নতুন মডেলে বেশ কিছু স্মার্ট ফিচার্সও যোগ করা হয়েছে। VX2 Go এর 3.4 kWh ভেরিয়েন্টে রেঞ্জ, পারফরম্যান্স এবং আরামের উপর ফোকাস করা হয়েছে।
এক চার্জে কতদূর?
নতুন Evooter VX2 Go তে 3.4 kWh পাওয়ারের ডুয়াল রিমুভেবল ব্যাটারি সিস্টেম রয়েছে। কোম্পানির দাবি, একবার ফুল চার্জ দিলেই ১০০ কিলোমিটার টানা যাওয়া যাবে। ইলেকট্রিক স্কুটার হিসাবে এই রেঞ্জ নেহাত মন্দ নয়।
ইলেকট্রিক মোটরটি 6 kW পিক পাওয়ার এবং 26 Nm টর্ক জেনারেট করে। টপ স্পিড ৭- কিমি/ঘণ্টা। দু'টি রাইডিং মোড (ইকো এবং রাইড) রয়েছে।
ডিজাইন বেশ ফিউচারিস্টিক
সামনে চওড়া, ফ্ল্যাট ফুটবোর্ড। সিটও বেশ লম্বা চওড়া। অন্তত ইভির সাপেক্ষে বেশ ভাল। সিটের নিচে ২৭.২ লিটার স্টোরেজ। ফলে হেলমেট রাখার পরও আরও জিনিসপত্র আরামসে রেখে দিতে পারবেন। 
স্কুটারের ডিজাইনও বেশ মর্ডার্ন। এক কথায় স্লিক মিনিমালিস্ট। লুকসের বিষয়টি এমনিতে সাবজেক্টিভ। তবে নতুন প্রজন্মের যে এর ডিজাইন ভালই লাগবে, তা বলাই যায়। তাছাড়া কালার অপশনও বেশ অ্যাট্রাকটিভ।
দাম কত?
১,০২,০০০ টাকা থেকে দাম শুরু। এর মধ্যে ব্যাটারির দামও ধরা আছে। একটি অন্য অপশনও আছে। যাঁরা ব্যাটারি সাবস্ক্রিপশন(BaaS) মডেলে কিনবেন, তাঁদের ক্ষেত্রে দাম মাত্র ৬০,০০০ টাকা থেকে শুরু। এরপর কিলোমিটার প্রতি ৯০ পয়সা করে ফি দিতে হবে। অর্থাৎ প্রতি কিলোমিটারে ব্যাটারি ভাড়া হিসেবে ৯০ পয়সা করে হিরোকে দিতে হবে। যাঁরা খুবই কম চালাবেন, টুকটাক বাজার ঘাট বা উইকেন্ডে এলাকার মধ্যে ঘোরাফেরা করবেন, তাঁদের জন্য এটি বেটার অপশন। তবে হ্যাঁ, আপনার বাড়ির কাছাকাছি সার্ভিস টাচপয়েন্ট থাকতে হবে। আপাতত হিরো মোটোকর্পের ৪,৬০০ টিরও বেশি চার্জিং পয়েন্ট এবং ৭০০ টিরও বেশি সার্ভিস টাচপয়েন্ট আছে। ফলে এই বিষয়টি ভেবেচিন্তে তবেই সিদ্ধান্ত নিন।