iPhone 16 সিরিজের বিক্রি শুরু হয়ে গেল ভারতেও। আজ অর্থাত্ শুক্রবার থেকে ভারতের বাজারেও মিলবে Apple-এর সাম্প্রতিকতম ভার্সান iPhone 16 সিরিজের ফোন। গত ৯ সেপ্টেম্বর
Apple লঞ্চ করে 'Its Glowtime' মেগা ইভেন্টে দুর্দান্ত AI ফিচার যুক্ত iPhone 16 সিরিজ লঞ্চ করে Apple-এর এই ফোন কিনতে মুম্বইয়ে হুড়োহুড়ি, ভিড়ভিড়, ঠেলাঠেলি। বিরাট লম্বা লাইন।
২১ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে
এদিন ভোররাত থেকেই Apple স্টোরের সামনে বিশাল লাইন পড়ে যায়। তারপর স্টোর খুলতেই ভিড়, ঠেলাঠেলি শুরু। এক গ্রাহকের কথায়, 'আমি প্রায় ২১ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে। গতকাল বেলা ১১টায় লাইন দিয়েছিলাম। আজ সকালে ৮টায় স্টোর খুলতেই যাতে প্রথমেই iPhone 16 কিনতে পারি, সেটাই আমার উদ্দেশ্য ছিল। গত বছর যখন iPhone 15 লঞ্চ হয়েছিল, সে বারও আমি ১৭ ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিলাম।'
VIDEO | Huge crowd gathers outside an Apple store in Mumbai as the new iPhone 16 series goes on sale from today.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/rA61tyivaYআরও পড়ুন
— Press Trust of India (@PTI_News) September 20, 2024
iPhone 16-এর ডিজাইন থেকে ফিচার, একাধিক নতুন পরিবর্তন আনা হয়েছে। গতবার ভারতে ফোনের দাম বাড়ায়নি সংস্থা। কিন্তু এ বারে অর্থাত্ iPhone 16-এর ক্ষেত্রে গোটাটাই নতুন।
#WATCH | Maharashtra | A customer Ujjwal Shah says "I have been standing in the queue for the last 21 hours. I have been here since 11 AM yesterday and I will be the first one to enter the store today at 8 AM. I am very excited today...The atmosphere in Mumbai for this phone is… pic.twitter.com/I5fftgi3ho
— ANI (@ANI) September 20, 2024Advertisement
iPhone 16 ও iPhone 16 Plus-এর দাম কত ভারতে?
iPhone 16 ও iPhone 16 Plus-এর ৫টি কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। আল্ট্রামেরিন, টিল, পিঙ্ক, হোয়াইট ও ব্ল্যাক। 128GB, 256GB ও 512GB, তিনটি অপশনে মিলবে এই ফোন। iPhone 16-এর দাম শুরু হচ্ছে ৭৯ হাজার ৯০০ টাকা থেকে। iPhone 16 Plus-এর দাম শুরু হচ্ছে ৮৯ হাজার ৯০০ টাকা থেকে।
কী কী ফিচার রয়েছে iPhone 16 সিরিজে?
iPhone 16 Pro (128GB)-র দাম শুরু হচ্ছে ১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা থেকে। iPhone 16 Pro Max (২৫৬ জিবি) দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৪৪ হাজার ৯০০ টাকা থেকে। iPhone 16-এ ৬.১ ইঞ্চি স্ক্রিন, iPhone 16 Plus-এর স্ক্রিন সাইজ ৬.৭ ইঞ্চি। স্ক্রিন ব্রাইটনেস 2000 Nits। রয়েছে Apple Intelligence ফিচার রয়েছে, যা আপনার প্রাইভেসিকে চূড়ান্ত ভাবে রক্ষা করবে।