আইফোনiPhone শুধু একটা ফোন নয়। এই ফোনের সঙ্গে জুড়ে রয়েছে একাধিক 'ইমোশন'। এই ফোনকে অনেকে একটা স্ট্যাটাস সিম্বল হিসেবেও মনে করেন। তাই বর্তমানে বেড়ে গিয়েছে এই ফোনের চাহিদা। অনেকেই আইফোন লঞ্চের পরই কিনে নেন। আর যারা তখন পারেন না, তারা একটু অপেক্ষা করেন। দাম সামান্য কমলে কিনে ফেলেন আইফোন। আর যদি আপনি এই দ্বিতীয় দলের অংশ হন, তাহলে আপনার জন্য রয়েছে একটা ভাল খবর। কারণ, সেলে খুব কম দামে বিক্রি হচ্ছে এই ফোন। দাম কমেছে প্রায় ২০ হাজার টাকা।
কোন ফোনে ডিল?
দারুণ ডিল রয়েছে আইফোন ১৫-এর উপর। এটির দাম আসলে ৬৯৯০০ টাকা। তবে অ্যামাজনে বর্তমানে সেই দাম অনেকটাই কমে গিয়েছে। এখন এর দাম কমানো হয়েছে ২০ হাজার টাকার মতো। যার ফলে এটির দাম কমে হয়ে গিয়েছে ৫০৯৯০ টাকা। আর দামে এই ছাড়টা পাবেন সবুজ রঙের ভ্যারিয়েন্টের উপর।
তবে আপনি যদি অন্য রঙের ফোন নিতে চান, তাহলে তার দাম কিছুটা বাড়বে। সেক্ষেত্রে ৫২,৯৯০ টাকা খরচ করতে হবে। যারা এই টাকাটা খরচ করতে পারবেন, তারা অন্য রঙের ফোন বেছে নিতেই পারেন।
কী কী ফিচার রয়েছে?
এই ফোনে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। এটাই ফোনটির বেস ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টটা কিনলেই আপনার কয়েক হাজার টাকার লাভ হবে। হাতে উঠবে আইফোন ১৫।
এই ফোনের ডিজাইন চমকপ্রদ। একবার তাকালেই চোখ আটকে থাকবে ফোনের দিকে। এছাড়া এই ফোনে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে।
এতে রয়েছে এ১৬ বায়োনিক প্রসেসর। এই প্রসেসর খুবই দ্রুত কাজ করতে পারে। যার ফলে গেম খেলা থেকে নানা জরুরি কাজ, খুব সহজেই করা যাবে এই ফোনের মাধ্যমে।
তবে একটা খারাপ খবর রয়েছে। এই ফোনে আপনি অ্যাপেল ইন্টেলিজেন্স ফিচারটা পাবেন না। এটাই ফোনটার একটা খারাপ দিক।
ক্যামেরা কত?
আইফোন নিজের ক্যামেরার জন্য বিখ্যাত। এক্ষেত্রে ৪৮+ ১২ মেগাপিক্সেস ক্যামেরা সেট আপ পাবেন। অপর দিকে ফ্রন্টে মিলবে ১২ মেগাপিক্সেল ক্যামেরা।
কাদের জন্য সেরা অপশন?
অনেকেই আইফোন কেনার প্ল্যান করছেন। কম দামে খুঁজছেন ফোন। আর তাদের জন্য দারুণ অপশন হল এই আইফোন। কারণ, এই ফোনটি আপাতত iPhone 16e-এর থেকেও কম দামে মিলছে।