iPhone Fold Price: বইয়ের মতো ভাঁজ হবে, আইফোন ১৮ লঞ্চ না করে, অ্যাপেল আনছে ফোল্ডেবল ফোন; দাম কত?

Apple iPhone Latest Update: যে কোম্পানি দুটি বড় ইভেন্ট করবে যেখানে স্মার্টফোন লঞ্চ করা হবে। দুটি ফোন বসন্তের ইভেন্টে লঞ্চ করা হবে, অন্যটি সেপ্টেম্বরের ইভেন্টে লঞ্চ করা হবে।

Advertisement
বইয়ের মতো ভাঁজ হবে, আইফোন ১৮ লঞ্চ না করে, অ্যাপেল আনছে ফোল্ডেবল ফোন; দাম কত?আইফোন

আইফোনে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। এবছর সেপ্টেম্বর মাসে অ্যাপল তাদের ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে পারে। আইফোন ১৭ সিরিজের চারটি ফোন লঞ্চ হতে পারে বলেই খবর। সেই সঙ্গে আইফোন ১৮ নিয়েও বেশ কিছু খবর আসতে শুরু করেছে। 

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, অ্যাপল আগামী বছর মূল ইভেন্টে আইফোন ১৮ লঞ্চ করবে না। এর অর্থ হল, যে কোম্পানি দুটি বড় ইভেন্ট করবে যেখানে স্মার্টফোন লঞ্চ করা হবে। দুটি ফোন বসন্তের ইভেন্টে লঞ্চ করা হবে, অন্যটি সেপ্টেম্বরের ইভেন্টে লঞ্চ করা হবে।

এর পেছনের কারণ হিসাবে মনে করা হচ্ছে, ফোল্ডেবল আইফোন। টেক বিশেষজ্ঞরা মনে করছেন, অ্যাপল ২০২৬ সালে তাদের প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করবে। ২০২৬ সালের সেপ্টেম্বরে, আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সের মধ্যে প্রথম আইফোন ফোল্ড লঞ্চ হতে পারে।

দাম কত হবে?

জানা যাচ্ছে, এই ফোল্ডেবল আইফোনের দাম ১৮০০ থেকে ২৫০০ ডলারের মধ্যে হতে পারে। যার অর্থ ১.৫৬ লক্ষ থেকে ২.১৭ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এটিই ব্র্যান্ডের সবচেয়ে দামি ফোন হবে।

বইয়ের মতো ভাঁজ 

আইফোন ফোল্ড ফোনটির ডিজাইন অনেকটা ক্রিজ-মুক্ত বইয়ের স্টাইলে হবে। এর প্রধান স্ক্রিন হবে ৭.৮-ইঞ্চি এবং কভার স্ক্রিন হবে ৫.৫-ইঞ্চি।

ফেস আইডি 

অ্যাপল এই ফোনে টাচ আইডি দিয়ে ফেস আইডি প্রতিস্থাপন করতে পারে। বলাই বাহুল্য এই ফোনটি সরাসরি স্যামসাং এবং হুয়াওয়ে ফোনের সঙ্গে  প্রতিযোগিতায় সামিল হবে।

আইফোন ১৮  লঞ্চ 

২০২৬ সালে, অ্যাপল বসন্তে বাজেট ফোন আইফোন ১৭ই এবং আইফোন ১৮ করবে। অন্যদিকে প্রিমিয়াম এবং ফোল্ডেবল আইফোন সেপ্টেম্বরে লঞ্চ হবে।


 

POST A COMMENT
Advertisement