আগেই ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের নির্দেশিকায় সই করেছেন। সবমিলিয়ে ভারতের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। প্রশ্ন উঠছে,বর্ধিত শুল্কের কারণে আইফোনের দামে কি হেরফের হতে পারে ভারত বা আমেরিকায়?
Apple-কে ছাড়
এখন ভারতেই তৈরি হয় আইফোন। সেই আইফোন মার্কিন মুলুকে রফতানি করলে কি বাড়তি শুল্ক দিতে হবে? অ্যাপলের পণ্যের উপর বড় প্রভাব পড়বে না। কোম্পানি ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে রেখেছে। হোয়াইট হাউসের এক কর্তার মতে,অ্যাপলের আইফোন, আইপ্যাড এবং ম্যাকবুক ইত্যাদি এই বর্ধিত শুল্কের মধ্যে পড়বে না।
ট্রাম্পের সঙ্গে Apple CEO টিম কুকের সাক্ষাৎ
বুধবারই হোয়াইট হাউসে গিয়েছিলেন অ্যাপল সিইও টিম কুক। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপলের উৎপাদনে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সংস্থা। যা ট্রাম্পের 'আমেরিকা ফার্স্ট' নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
Apple ডিভাইসের জন্য আলাদা শুল্ক!
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অ্যাপল ডিভাইসগুলিকে একটি বিশেষ শুল্ক কাঠামোর আওতায় আনা হতে পারে। শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। সোজা ভাষায়, এখনই আইফোন ট্রাম্পের বর্ধিত করের আওতায় পড়বে না।
আসছে iPhone 17 সিরিজ
আগামী মাসেই iPhone 17 সিরিজ আনতে চলেছে Apple। এখনও পর্যন্ত যা খবর, আগামী ৯ সেপ্টেম্বর iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max প্রকাশ্যে আনতে সংস্থা। তবে অ্যাপলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।