scorecardresearch
 

Smartphones Under 6k: ঠিক যেন আইফোন! বাজারে এল সস্তার দুই স্মার্টফোন, দাম ৫,৬৯৯ টাকা থেকে শুরু

itel ভারতে A50 সিরিজ লঞ্চ হয়েছে। এই সিরিজে, সংস্থা দু'টি স্মার্টফোন itel A50 এবং itel A50C লঞ্চ করা হয়েছে। দু'টি স্মার্টফোনেই একই রকম ফিচার পাবেন। রয়েছে অক্টা কোর ইউনিসক প্রসেসর, অ্যান্ড্রয়েড গো সফটওয়্যার এবং ৬.৬ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে।

Advertisement
itel-এর এই ফোন দেখতে ঠিক যেনআইফোনের মতো! itel-এর এই ফোন দেখতে ঠিক যেনআইফোনের মতো!
হাইলাইটস
  • itel ভারতে A50 সিরিজ লঞ্চ হয়েছে।
  • এই সিরিজে, সংস্থা দু'টি স্মার্টফোন itel A50 এবং itel A50C লঞ্চ করা হয়েছে।
  • দু'টি স্মার্টফোনেই একই রকম ফিচার পাবেন।

itel ভারতে A50 সিরিজ লঞ্চ হয়েছে। এই সিরিজে, সংস্থা দু'টি স্মার্টফোন itel A50 এবং itel A50C লঞ্চ করা হয়েছে। দু'টি স্মার্টফোনেই একই রকম ফিচার পাবেন। রয়েছে অক্টা কোর ইউনিসক প্রসেসর, অ্যান্ড্রয়েড গো সফটওয়্যার এবং ৬.৬ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে।

দুইটি ফোনের মধ্যে কিছু পার্থক্য আছে। ফোনের পিছনটা দেখতে কিছুটা আইফোনের মতো। এগুলি itel-এর এন্ট্রি লেভেলের স্মার্টফোন। আসুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনগুলোর দাম এবং ফিচার্স।

দাম কত?

আরও পড়ুন

itel A50C তিনটি রঙের অপশনে পাবেন - স্যাফায়ার ব্ল্যাক, ডন ব্লু এবং মিস্টি অ্যাকোয়া। দাম 5,699 টাকা। itel A50 চারটি রঙের অপশনে পাবেন - মিস্ট ব্ল্যাক, লাইম গ্রিন, সায়ান ব্লু এবং গোল্ড।  দু'টি কনফিগারেশনে পাবেন।

3GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,099 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,499 টাকা। Amazon থেকে কিনতে পারেন। তবে কবে থেকে বিক্রি শুরু, সেই তারিখ সম্পর্কে এখনও সংস্থা কিছু জানায়নি।

স্পেসিফিকেশন 

দুইটি ফোনেই 6.6-ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে। 60Hz রিফ্রেশ রেট। 8MP AI ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সামনে, 5MP সেলফি ক্যামেরা রয়েছে।Unisoc T603 প্রসেসর।

5000mAh ব্যাটারি রয়েছে। 10W USB Type-C চার্জিং সাপোর্ট আছে। দুই ফোনেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। 4G VoLTE, ডুয়াল ব্যাঙ্ক ওয়াই-ফাই, ব্লুটুথ 5.2, জিপিএস এবং ডায়নামিক বার এর মত ফিচার্স আছে।

itel A50C-এ 2GB RAM এবং 32GB স্টোরেজ রয়েছে। 4000mAh ব্যাটারি রয়েছে। দু'টি স্মার্টফোনেই Android 14 Go এডিশন দেওয়া হয়েছে। itel A50C দেখতে অনেকটাই iPhone 13-এর মত। itel A50-র ডিজাইন iPhone 13 Pro-র মত।

TAGS:
Advertisement