scorecardresearch
 

Jio Phone 5G স্মার্টফোনের ফিচার-স্পেসিফিকেশন লিকড! দাম কত হতে পারে?

AndroidCentral জানাচ্ছে, JioPhone 5G-তে Android 11 Go Edition দেওয়া হবে। এর স্ক্রিন হবে ৬.৫ ইঞ্চি এবং অ্যাসপেক্ট রেশিও ২০:৯। তাছাড়া রিপোর্টে আরও বলা হয়েছে যে, ফোনটিতে থাকবে Qualcomm Snapdragon 480 চিপসেট। থাকবে ৪ GB RAM। ফোনটি ২-৩ ধরনের মেমরি ভ্যারিয়ান্টে আসবে। 

Advertisement
জিও ফোন জিও ফোন
হাইলাইটস
  • JioPhone 5G লঞ্চের প্রস্তুতি নিচ্ছে সংস্থা
  • দাম হতে পারে ৯-১২ হাজারের মধ্যে
  • থাকতে পারে USB Type C পোর্ট ও 5,000mAh ব্যাটারি

ফাঁস হল JioPhone 5G স্মার্টফোনের স্পেসিফিকেশান। গতবছর JioPhone Next লঞ্চ করেছিল রিলায়েন্স। রিপোর্ট অনুযায়ী এবার JioPhone 5G লঞ্চের প্রস্তুতি নিচ্ছে সংস্থা। জানা যাচ্ছে পৃথক পৃথক ভ্যারিয়ান্টে আসছে JioPhone 5G। এই ফোনের স্পেসিফিকেশান, ফিচার্স ও ডিজাইন JioPhone Next-এর চেয়েও ভাল হবে বলে জানা যাচ্ছে। তাই খুব স্বাভাবিকভাবেই এর দামও কিছুটা বেশই হবে বলে মনে করা হচ্ছে। 

AndroidCentral এর রিপোর্ট অনুযায়ী JioPhone 5G-র দাম ৯ থেকে ১২ হাজারের মধ্যে হতে পারে। তবে JioPhone Next-কে যেভাবে ইএমআই-তে বিক্রি করা শুরু হয়েছে তেমনটা এই ফোনের ক্ষেত্রেও আনা হতে পারে। এার প্রশ্ন এই স্মার্টফোনটিতে বিশেষ কী আছে?

AndroidCentral জানাচ্ছে, JioPhone 5G-তে Android 11 Go Edition দেওয়া হবে। এর স্ক্রিন হবে ৬.৫ ইঞ্চি এবং অ্যাসপেক্ট রেশিও ২০:৯। তাছাড়া রিপোর্টে আরও বলা হয়েছে যে, ফোনটিতে থাকবে Qualcomm Snapdragon 480 চিপসেট। থাকবে ৪ GB RAM। ফোনটি ২-৩ ধরনের মেমরি ভ্যারিয়ান্টে আসবে। 

এই ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হতে পারে, যার প্রাইমারি লেন্স ১৩ মেগাপিক্সেল এবং অপরটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। পাশাপাশি সেলফির জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। রিপোর্ট অনুযায়ী এই ফোনে ৩২ GB স্টোরেজের সঙ্গে মাইক্রো এসডি কার্ড সাপোর্ট দেওয়া হবে। থাকবে USB Type C পোর্ট ও 5,000mAh ব্যাটারি। 

JioPhone Next-এ Android বেসড জিওর নিজস্ব কাস্টম ওএস দেওয়া হয়েছিল। এই ফোনেও জিওর লঞ্চার দেওয়া হতে পারে। যদিও রিলায়েন্স জিওর তরফে JioPhone 5G-এর বিষয়ে কিছুই বলা হয়নি। তবে এই বছরর শেষে টেলিকম সংস্থাগুলি 5G পরিষেবা আনতে পারে। সেই দিক থেকে এই ফোনটির বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন'এখনও মারা যাইনি', মৃত্যুর খবর খারিজ করে মিম শেয়ার Mia Khalifa-র 

Advertisement

 

Advertisement